হাইলাইট
।।ভাজপা প্রার্থী রাজুর ভুয়ো টেন্ডারে ১২ কোটি টাকার দুর্নীতি ফাঁস।।১৯-এর ভুল শুধরাবে বনগাঁ ২ লক্ষ ভোটে শান্তনু হারবে।।বিজেপিকে ভোট না দিলে গুলি চালানোর কথা বলছে বিএসএফ।।আদালত বিজেপির মহাতীর্থ ক্ষেত্রে পরিণত।।২৬০০০ শিক্ষক ছাঁটাই রাজ্য সুপ্রিম কোর্টে।।।।সিনেমা, ক্রিকেটের 2 সুপারস্টারের মনোনয়ন মহরত।।বাংলা শক্তিভূমি, মাছ ছাড়া তারাপীঠে দেবীর ভোগ হয় না | প্রধানমন্ত্রী জানেন কি স্যার?।।কয়েকজন অযোগ্যের জন্য 26000 চাকরি গেল কেন?।।নির্ভীক সেনা কাকলি তৈরি, অন্তর্ঘাতে ব্যবধান কমেছিল আত্মবিশ্বাস চিড় খায়নি।।কোচবিহারের বিতর্কিত প্রাক্তন SP দেবাশীষ ধরের প্রথম বিধ্বংসী সাক্ষাৎকার, জাস্টিস গাঙ্গুলীর মতোই পুলিশের পদে থেকে ভাজপার সঙ্গে ডিল “আমার কাছে পুলিশের উর্দি আর গেরুয়া উত্তরীয় একই”।।রাজ্যবাসীর মঙ্গল কামনায় নববর্ষে কালীঘাটে পুজো দিলেন অভিষেক।।উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর নববর্ষের শুভনন্দন র‍্যালি।।সলমানকে ঘিরে বারবার আততায়ীর হামলা,ভোরে মুম্বইয়ের বাড়ির সামনে গুলি চলল।।অভিষেকের চপারে আয়কর হানা,মিলল লবডঙ্কা।।জলপাইগুড়িতে ক্যাশ কেলেঙ্কারি,ভাজপা মহিলা মোর্চার সভাপতি দীপা বণিকের নির্দেশে অবৈধ লেনদেন, ৯.০৫ লক্ষ টাকা উদ্ধার পুলিশের

ভাজপা প্রার্থী রাজুর ভুয়ো টেন্ডারে ১২ কোটি টাকার দুর্নীতি ফাঁস

উত্তরবঙ্গ ব্যুরো । ৩৬৫ দিন। শিলিগুড়ি। গত পাঁচ বছরে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন রাজু বিস্তা। নিজের কোম্পানির নামে টেন্ডার পাস করিয়ে কেন্দ্রীয় সরকারের জল

Read More »

১৯-এর ভুল শুধরাবে বনগাঁ ২ লক্ষ ভোটে শান্তনু হারবে

আত্মবিশ্বাসী বিশ্বজিৎক্যা-ই কাল হবে ভাজপার   সায়ন্তি অধিকারী কখনও পায়ে হেঁটে কখনও প্ল্যাটফর্মে হকারদের সঙ্গে আবার কখনও রাস্তার চায়ের দোকানে বসে চায়ে চুমুক আবার সকাল

Read More »

বিজেপিকে ভোট না দিলে গুলি চালানোর কথা বলছে বিএসএফ

কীর্তি, শর্মিলার সমর্থনে গলসিতে জনসভামমতার বিস্ফোরক অভিযোগ   গলসি ‘বিএসএফ, সিআরপিএফকে বিজেপি বানিয়ে দিয়েছে। আর বিজেপিকে ভোেট না দিলে গুলি করার কথা বলা হচ্ছে বিএসএফকে।

Read More »

আদালত বিজেপির মহাতীর্থ ক্ষেত্রে পরিণত

বোলপুরে মমতার গর্জন   ৩৬৫ দিন। তৃণমূল প্রার্থী অসিত কুমার মালের সমর্থনে আউসগ্রাম এ জনসভা করলেন মুখ্যমন্ত্রী। গত ৩১ শে মার্চ থেকে তিনি প্রচার করে

Read More »

২৬০০০ শিক্ষক ছাঁটাই রাজ্য সুপ্রিম কোর্টে।।

এটা তো মগের মুলুক নয়   একতরফা বিচারে ছাঁটাই ২৬ হাজার চাকরি, শ্রম দানের পরেও বেতন ফেরতের নির্দেশ কেন? বিচারপতি দেবাংশু বসাকের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে

Read More »

সিনেমা, ক্রিকেটের 2 সুপারস্টারের মনোনয়ন মহরত

৩৬৫দিন। ঘড়ির কাঁটায় তখন দুপুর ১টা। মাথার ওপরে গনগনে রোদ। মনে হচ্ছে, সূর্যটা যেন গিলে খেতে আসছে। যখন তখন মাথা ঘুরিয়ে ফেলে দেবে। আসানসোল, দুর্গাপুরের

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

উফ কী গরম
Part-159

উফ কী গরম!

HOT BIKINI

সোফিয়া আলেখিনা

৩৬৫ দিন কম বয়সেই উচ্চতার শিখরে। এক একটা সিঁড়ি পার করে এখন তিনি অত্যন্ত জনপ্রিয় মুখ।তিনি সোফিয়া আলেখিনা। রাশিয়ার অন্যতম জনপ্রিয় মডেল। তাঁর খ্যাতি এখানেই শেষ নয়। গ্রিসের বড় মডেল এজেন্সির কভারের এই বছরের মুখ হবেন তিনি। এথেনা শহরের সব থেকে বড় মডেল কোম্পানি ‘এজেন্সিয়া’র ২০২৪ এর মুখ হবেন ভিকি আলেখিনা। তার জন্যই এখন এই শহরেই আছেন সোফিয়া। কাজের পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়াচ্ছেন। ছোট থেকেই ক্যামেরার সামনে কাজ করার ইচ্ছে ছিল। তবে মাত্র ২১ বছরেই যে সেই স্বপ্ন সত্যি হবে ভাবতে পারেননি। তাঁর জন্ম মস্কো শহরে। সেখানেই বিস নামে একটি স্কুলে পড়াশোনা করেন। কলেজে যাওয়ার আগেই তাঁর কাছে মডেল হওয়ার অফার আসে। সেটিও অবশ্য একেবারে আকস্মিক। এজেন্সিয়ার এক ফটোগ্রাফার তাঁদের স্কুলে যান। একেবারেই নিজেস্ব কাজে। সেখানেই ভিকিকে দেখেন তিনি। তারপরেই প্রস্তাব। কারণ সেই সময় এই মডেল এজেন্সি নতুন মুখ খুঁজছিলেন।ফলে সোনায় সোহাগা। স্বপ্ন একেবারে হাতের কাছে এসে ধরা দেয়।তবে এই কথা অবশ্য নিজের বাড়িতে জানালে কেউ তাঁকে এই পদক্ষেপে সায় দেয়নি। তবে পরে অবশ্য মেয়ের সিদ্ধান্তই মেনে নেন তাঁর বাবা মা। এখন তিনি অবশ্য পুরোদস্তুর ব্যস্ত। পড়াশোনা এবং মডেলিং কেরিয়ার ব্যালেন্স করে সামলাচ্ছেন সোফিয়া।

HOT SPOT

গ্রিস, এথেন্স

কংক্রিটের শহরের মধ্যেও লুকিয়ে আছে টুকরো টুকরো সব অমূল্য রত্ন, যার আভাস পাবেন অ্যাক্রোপলিস, অ্যানাফিও টিকা, প্লাকা বা থিসিও অঞ্চলেএখানে নিওক্লাসিকাল স্থাপত্যের ছড়াছড়ি

৩৬৫ দিন বৈচিত্রের দিক থেকে গ্রিসকে ১০০য় ২০০ নম্বর দেওয়া যেতেই পারে। চার সহস্রাব্দেরও বেশি ঐতিহাসিক ঐতিহ্য, উপকথা জড়িয়ে আছে গ্রিসের সঙ্গে। আর প্রকৃতি যেন বহু আদরে সাজিয়েছেন এই দেশকে। একদিকে সফেন সমুদ্রতট, অন্যদিকে পাহাড়ি উপত্যকা। আর দ্বীপপুঞ্জ তো আছেই। সাংস্কৃতিক আবেশে মোড়া গ্রিসকে কোনও রূপকথার রাজ্য বললে ভুল হবে না। এয়ারপোর্ট থেকে সিটি সেন্টারের দূরত্ব খুব বেশি নয়। গাড়ি বা লোকাল ক্যাব তো আছেই, তবে এথেন্সের মেট্রো সিস্টেম বেশ উন্নতমানের। সপ্তাহে সাতদিনই চলে, তবে ৩০ মিনিট পর পর আসে। সিটি সেন্টার পৌঁছতে কমবেশি ৪০ মিনিট নেয়।

কংক্রিটের শহরের মধ্যেও লুকিয়ে আছে টুকরো টুকরো সব অমূল্য রত্ন, যার আভাস পাবেন অ্যাক্রোপলিস, অ্যানাফিওটিকা, প্লাকা বা থিসিও অঞ্চলে। এখানে নিওক্লাসিকাল স্থাপত্যের ছড়াছড়ি। সরু সরু রাস্তার ধারে সাজানো নানারকমের ট্রেন্ডি আবার ট্র্যাডিশনাল ক্যাফে। দোকানে দোকানীরা হাজাররকমের পসরা সাজিয়ে বসেছে। আর চোখ মেলে তাকালেই দেখতে পাবেন অ্যাক্রপলিস, যাকে নিয়ে এত প্রাচীন কাহিনি, গল্প মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রথমেই দেখে নেওয়া যাক অ্যাক্রোপলিস, এথেন্স তথা গ্রিসের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

HOT FOOD

পর্ক সৌভলাকি

৩৬৫ দিন গ্রিক কুজিনের মধ্যে একদম প্রথম দিকের খাবার এই পর্ক সৌভলাকি।যা সময়ের সঙ্গে সঙ্গে অতি জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রিসের ডেলফি শহরে সৌভলাকি গায়রস পিটা রেস্তোরাঁতেই এই পদ প্রথম তৈরি করা হয়। তারপর সেখান থেকেই গ্রীসের অন্যান্য রেস্টুরেন্ট এই খাবার বানাতে শুরু করে।আর সৌভলাকি কথাটি এসেছে গ্রিক শব্দ সৌভলা থেকে। যার অর্থ মেটাল স্কিউয়ার।তবে এই পর্ক সৌভলাকি বানানো কিন্তু অতি সহজ ব্যাপার ।

বাড়িতেও বানিয়ে নেওয়া যেতে পারে। প্রথমে অবশ্য পর্ক’র গলার দিকের মাংস নিতে হবে।সেটিকে বক্স আকারে কেটে নিতে হবে।তারপরেই যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হল বিভিন্ন মশলা দিয়ে ওই মাংসগুলোকে ম্যারিনেট করা।মশলার মধ্যে থাকছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো।তার আগে একটি বড় পাত্রে ভিনিগার দিয়ে তারপর এই সমস্ত মশলা দিতে হবে। তার মধ্যেই কেটে রাখা মাংসের টুকরো দিয়ে মাখিয়ে নিতে হবে।অন্তত ৩ থেকে ৪ ঘন্টা ।ম্যারিনেট করা মাংস ফ্রিজেও রাখা যেতে পারে। না রাখলেও সমস্যা নেই।তারপর একটি প্যান বসিয়ে দিতে হবে গ্যাসে। ওই প্যানটাই হালকা গরম করে নিতে হবে।এক চামচ মাখন লাগিয়ে দিতে হবে গোটা প্যানে। এরই সঙ্গে ওই ম্যারিনেট করা মাংসটি সময়মতো বের করে মেটাল স্কিইউয়ারে এক এক করে ভরে দিতে হবে। খানিকটা কাঠি কাবাবের মতো।এরপরেই এক এক করে গরম প্যানে দিয়ে দিতে হবে।আস্তে আস্তে একটু পোড়া পোড়া ভাব হয়ে এলেই নামিয়ে নিতে হবে।উপরে একটু লেবুর রস ছড়িয়ে দিলেই রেডি পার্ক সৌভলাকি। তবে গ্রীসে শুধু এই পদ খায় না।

 

কোচবিহারের বিতর্কিত প্রাক্তন SP দেবাশীষ ধরের প্রথম বিধ্বংসী সাক্ষাৎকার, জাস্টিস গাঙ্গুলীর মতোই পুলিশের পদে থেকে ভাজপার সঙ্গে ডিল “আমার কাছে পুলিশের উর্দি আর গেরুয়া উত্তরীয় একই”

বিস্তারিত পড়ুন...
Scroll to Top