Last Updated on August 29, 2020 11:19 AM by Khabar365Din
৩৬৫ দিন। করোনা পরিস্থিতিতে লাভের মুখ দেখছে অটো-মোবাইল ইন্ডাস্ট্রি। ব্র্যান্ডের মধ্যে এগিয়ে হুন্ডাই-এর ক্রেটা। এ বছর সবচেয়ে বেশি (৫৫ হাজারেরও বেশি) বুকিং হয়েছে ক্রেটার ২০২০ মডেল। ২,৩৫৩টি গাড়ি বিক্রি করে দ্বিতীয় মারুতি আর্টিগা। মহামারীর কারণে বাসে-ট্রামে অফিস যাওয়ার প্রবণতা একেবারে তলানিতে থেকেছে। এক আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছে, ৫০ শতাংশ ভারতীয় গাড়ি কেনার দিকেই ঝুঁকছেন; যেখানে বিশ্বের অন্যান্য দেশে গাড়ি কেনার হার ৩৫ শতাংশ বেড়েছে। ফলে ২০২০-২১ অর্থবর্ষে এই ইন্ডাস্ট্রিতে কর্মরতদের মধ্যে ৭.৪ শতাংশ বেতন বেড়েছে। মারুতি জানিয়েছে, প্রথম গাড়ি কিনছেন এমন ক্রেতাই বেশি বর্তমানে। সেডানের তুলনায় এসইউভির বিক্রি বেশি। সেক্ষেত্রে এ বছর ক্রেটার লঞ্চ করা এক্স এমটি গাড়িটির দাম মাত্র ৯.৯৯ লক্ষ টাকা। তুলনায় গাড়িটির মাইলেজ, পারফরম্যান্স, ডায়মেনশন এবং ইঞ্জিন স্পেকস দুর্দান্ত, বলছেন ক্রেতারা। ফলে অন্যান্য সংস্থাকে কয়েকশো কদম ছাপিয়ে গিয়েছে ক্রেটা। গত বছর লঞ্চ হওয়া বাজেট কার কিয়া সেলটোসের চাহিদাও রয়েছে।