MG EV Car: ইলেকট্রিক ভেহিক্যালের বাজারে সাড়া ফেলে ৮ লাখের মধ্যে মরিস গ্যারাজ, গাড়ির বুকিং শুরু হবে ১৫ মে থেকে

0

Last Updated on May 14, 2023 9:18 PM by Khabar365Din

৩৬৫দিন। ইলেকট্রিক গাড়ির বাজার চমকে দিয়ে ভারতে লঞ্চ হয়েছে মরিস গ্যারাজের কমেট ইভি (Morris Garages Comet EV)। ব্রিটিশ সংস্থা মরিস গ্যারাজ (Morris Garages Comet EV) প্রথম মিনি ফোর সিটার ইলেকট্রিক গাড়ি বাজারে নিয়ে এল। যার দামও সাধ্যের মধ্যে। গাড়ির দাম শুরু হচ্ছে ৭.৯৮ লাখ টাকা থেকে।

শনিবার কলকাতাতেও লঞ্চ করে এই গাড়ি। সাদর্ন এভিনিউ এর মরিস গ্যারেজের (Morris Garages Comet EV) অটো হাইটেক শোরুমে আনুষ্ঠানিক উদ্বোধনে হাজির ছিলেন অটো হাইটেকের সিইও মনোজিৎ মুখোপাধ্যায়, ম্যানেজিং ডিরেক্টর অবনীশ বাগারিয়া সহ বিশিষ্ট ব্যক্তিরা।
পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বেশ কিছু বছর আগেই ভারতে এসেছে ইলেকট্রিক গাড়ি।

কিন্তু অতিরিক্ত দাম ও পরিকাঠামোগত কিছু অভাব থাকার কারণে এতদিন সেই ভাবে ইলেকট্রিক গাড়ির মার্কেট গড়ে ওঠেনি এ দেশে। যদিও ধীরে ধীরে ইলেকট্রিক ভেহিক্যালের বাজার তৈরি হচ্ছে। এতদিন ইলেকট্রিক গাড়ি গুলোর মধ্যে অধিকাংশই ছিল বড় গাড়ি।এবার প্রথম মরিস গ্যারাজ ছোট হাচব্যাক গাড়ি নিয়ে এসেছে। এই গাড়ি বাজারে ৩টি ভেরিয়েন্টে উপলব্ধ। যেগুলি হল পেস, প্লে এবং প্লাস।

গাড়ির বুকিং শুরু হবে ১৫ মে থেকে এবং ডেলিভারি হবে ২২ মে থেকে। এই গাড়ির টপ মডেলের দামও ১০ লাখের মধ্যে। ইলেকট্রিক গাড়িতে রয়েছে ১৭.৩কিলোওয়াট ব্যাটারি প্যাক যা আইপি৬৭ রেটেড। ফুল ব্যাটারি চার্জ হতে সময় নেবে ৭ ঘন্টা। বেশ কিছু ইউনিক ফিচার্স রয়েছে।ফুল চার্জে টানা ২৫০ থেকে ৩১৫ কিলোমিটার রান করতে পারবে। এই গাড়ি চালানোর পিছনে তেমন কোন খরচ নেই বলেই দাবি করেছে ব্রিটিশ সংস্থা মরিস গ্যারাজ ।

প্রতি মাসে বা প্রতি হাজার কিমিতে খরচ হবে ৫১৯ টাকা। যা যেকোনো গাড়ির খরচের তুলনায় কিছুই না। চাকার সাইজ ১২ ইঞ্চি। যা সাধারনত হ্যাক ব্যাগ গাড়িতে থাকে। গাড়িটি চওড়ায় ১৫০৫ মিলিমিটার, লম্বায় ২৯৭৪ মিলিমিটার ও উচ্চতায় ১৬৪০ মিলিমিটার। গাড়িতে রয়েছে ১০.২৫ ইঞ্চি দুটি টাচস্ক্রিন। একটি টাচস্ক্রিন ইনফটেনমেন্ট সিস্টেমের জন্য আরেকটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের জন্য।

তাছাড়াও গাড়িতে রয়েছে ওয়্যার লেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে সিস্টেম। একইসঙ্গে ম্যানুয়াল এসি, কি-লেস এন্ট্রি, আইপড স্টাইলের স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল। যা এই রেঞ্জের সব গাড়িতে থাকে না।সুরক্ষার জন্য গাড়ির টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ডুয়াল এয়ারব্যাগ, রিভার্স ক্যামেরাও থাকছে। এছাড়া পাবেন ৩টি ইউএসবি পোর্ট এবং আরও একাধিক স্মার্ট ফিচার।