শহরে দাপাচ্ছে ৪ এসইউভি

0

Last Updated on December 4, 2020 12:13 AM by Khabar365Din

বেছে নিন আপনার গাড়ি

রঙ বাছুন টেস্ট ড্রাইভ করুন

শহরে এখন দাপিয়ে বেড়াচ্ছে এই ৪ এসইউভি। সকলেই কম টাকায় বেশি কম্ফর্ট চায়। তাই এখন হ্যাচব্যাক কিংবা সিডান গাড়ির চাইতে এইধরনের ফাইভ সিটার এসইউভি বেশি পছন্দ করছে সকলেই। কারণ এতদিন ছােট গাড়িগুলি টপ লিস্টে থাকত। মূলত লং জার্নি কিংবা রাফ অ্যান্ড টাফ কার হিসেবেই এসইউভি কিনত গাড়ি প্রেমীরা। কিন্তু বর্তমানে এই ধারণা বদলে গিয়েছে। শহরের মেয়েরাও এইফাইভ সিটার এসউভি গাড়ি কিনছেন। তার কারণ হল—(১) হ্যাচব্যাকের টাকায় এসউভি পাওয়া যাচ্ছে। মূলত এই গাড়িগুলি এসইউভি হলেও বাজেট কার। মাত্র ১০ লাখেই এসইভির কম্ফোর্ট মিলছে৷ যা কোনও হ্যাচব্যাককিংবা সিডান সেগমেন্টের গাড়ি দিতে পারে না। (২) ফাইভ সিটার হলেও লুকসের দিক থেকে এই গাড়িগুলি যেকোনও বড় এসউভিকে টেক্কা দিচ্ছে। (৩) একইসঙ্গে এইধরনের এসইউভি’র টেকনলজিও অনেকটাই উন্নত। আপডেটেড টারবােইঞ্জিনযুক্ত গাড়ির টেকসইও বেশি। এছাড়াও সেফটিফিচার্স কিংবা অন্যান্য ফিচার্স যা রয়েছে, তা এই ১০ লাখের রেঞ্জের গাড়িতে আগে পাওয়া যেত না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here