অসহায় ইকবালের চোখের দৃষ্টি ফেরাবেন দেব

0

Last Updated on September 19, 2020 2:43 AM by Khabar365Din

৩৬৫ দিন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক ব্লক এর অন্তর্গত চন্দ্রকোনা টাউন থানার কাষণ্ড গ্রামের আজিয়া রহমান খানের ছেলে ইকবাল খানের চোখের অপারেশনের জরুরী প্রয়োজন। কিন্তু আর্থিক অনটনের জন্য আজিয়া রহমান খান তার ছেলের চোখের অপারেশন করতে পারেনি। সে পেশায় ফেরিওয়ালা তাই লকডাউন পরিস্থিতিতে ছেলের চোখ অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারেনি। কোনোক্রমে বিষয় টি জানতে পারেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। তাই বিষয়টি জানার পর শুক্রবার তার এক প্রতিনিধিকে চন্দ্রকোনা টাউন থানার কাষণ্ড গ্রামে আজিয়া রহমান খানের বাড়িতে পাঠায়। দেবের প্রতিনিধি তাকে জানায় সপ্তম শ্রেণীর ছাত্র ইকবাল খানএর চোখের অপারেশন এর সমস্ত দায়িত্ব নিয়েছেন সাংসদ দেব। এক সপ্তাহের মধ্যে কলকাতায় নিয়ে গিয়ে সপ্তম শ্রেণীর ছাত্র ইকবাল খান এর চোখের অপারেশনের ব্যবস্থা করেদেবেন দেব। বিষয়টি শোনার পর খুশিতে কান্নায় ভেঙে পড়েন আজিয়া রহমান খান। তিনি বলেন দেব ও আমার ছেলের মতো, দেবের এই উদ্যোগ চন্দ্রকোনা বাসি সারা জীবন মনে রাখবেন। তাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। তিনি যে অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন তা ভাবতে অবাক লাগছে। এখনো এই রূপ কিছু মানুষ রয়েছেন। তাই তিনি এভাবে কলকাতা থেকে খোঁজ নেওয়ার জন্য তার প্রতিনিধিকে আমার বাড়িতে পাঠিয়েছেন তাই তিনি খুশি । চন্দ্রকোনা এলাকাটি আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে তা সত্বেও যেভাবে দেব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে তা অতুলনীয়। দেবের কর্মকাণ্ডের কথা এলাকায় জানাজানি হলে সবাই একেবারে অবাক হয়ে পড়েন ।সেই সঙ্গে তারা দেব কে ধন্যবাদ জানান। তিনি বলেন উনি শুধু সাংসদ নন একজন সৎ মানুষ হিসেবেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তা আগামী দিনে এই এলাকার মানুষ কোনদিন ভুলবে না। দেবের প্রতিনিধি জানান এক সপ্তাহের মধ্যে ইকবাল খান কে কলকাতায় নিয়ে গিয়ে তার চোখের অপারেশন করিয়ে সুস্থ করে বাড়ি পাঠানো হবে। যার প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন সাংসদ অভিনেতা দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here