Last Updated on September 18, 2020 7:35 PM by Khabar365Din
365 দিন। ইউটিউব দেখে শিখে নেওয়া নকল বোমা তৈরীর কৌশল আর তারপর পাইপ, পাথর ,যন্ত্রপাতি ইত্যাদি দিয়ে বানিয়ে ফেলা নকল টাইম বোম্ব। দেখতে হুবহু আসল বোমের মত। 24 ঘণ্টার মধ্যে পাঁশকুড়া টাইম বোমা কাণ্ডের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করে এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম শেখ আসানুর আলি। পূর্ব মেদিনীপুরের এসপি সুনীল কুমার যাদব শুক্রবার জানান, পাঁশকুড়ার শেরহাটির রামগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে আসানুরকে। অভিযুক্তের বাড়ি পাঁশকুড়া ঘোষপুর অঞ্চলের রামগড় গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়ার ব্যবসায়ী রজত গাঁতাইতের থেকে কয়েক মাস আগে 30 হাজার টাকার সামগ্রী ধারে নেয় আসানুর। কয়েক মাস কেটে যাওয়ার পরও ধারের টাকা শোধ করতে না পারায় বিভিন্নভাবে তার ওপর চাপ সৃষ্টি করছিল রজত। ব্যবসায়ীকে ভয় দেখাতে গোডাউনে নকল বোমা রেখে আসার পরিকল্পনা মাথায় আসে এক সময় হায়দরাবাদে কর্মরত মার্বেল মিস্ত্রি আসানুরের। এরপরই কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন ইউটিউব চ্যানেলে নকল বোমা তৈরীর কৌশল শিখে নেয় সে। বিভিন্ন সামগ্রী জোগাড় করে বানিয়ে ফেলে নকল বোমা। রেখে আসে ব্যবসায়ীর গোডাউনে। পরে তাকে ফোন করে গোডাউনে বোমা রাখার কথা জানায়। পুলিশ সূত্রে খবর, যে নম্বর থেকে ওই ব্যবসায়ীকে ফোন করা হয়েছিল সেই নাম্বার দেখে অভিযুক্ত আসানুর এর খোঁজ পায় পুলিশ। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। জেরায় সে নকল বোমা তৈরি এবং তা ব্যবসায়ীর গোডাউনে রেখে আসার কথা স্বীকার করেছে। অভিযুক্তের কাছ থেকে নতুন সিম’ ,নতুন মোবাইল, ব্যাগ এবং বিস্ফোরক তৈরি করার কিছু সামগ্রী উদ্ধার করা হয়।