Last Updated on August 29, 2020 10:35 AM by Khabar365Din
৩৬৫ দিন। গ্রিন ট্রাইবুনালে গোহারান হারলো বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও তার দলবল। শান্তিনিকেতনের ঐতিহ্যপূর্ণ ভুবন ডাঙার মাঠের পাশে পাঁচিল দেওয়ার কোনও প্রয়োজনীয়তাই নেই, শুক্রবার সরাসরি জানিয়ে দিল ন্যাশেনাল গ্রিন ট্রিইবুনাল (পূর্বাঞ্চল শাখা)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে গ্রিন ট্রাইবুনাল জানিয়ে দিয়েছে, কঠিন বর্জ্য পদার্থ সম্পর্কিত একটি প্রকল্প গ্রহণ করতে হবে তাদের। একইসঙ্গে ক্যাম্পাসের মধ্যেই নিকাশি ব্যবস্থা সম্পর্কিত একটি প্লান্ট গঠন করার কথা বলা হয়েছে। পাঁচিল গড়ার তত্ত্বকে উড়িয়ে দিয়েছে ট্রাইবুনাল। যদিও, গ্রিন ট্রাইবুনালকে ঢাল করে, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ঐতিহ্যপূর্ণ ভুবন ডাঙার মাঠের পাশে ইচ্ছাকৃতভাবে বহিরাগতদের উপস্থিতিতে পাঁচিল দেওয়ার কাজ শুরু করেন। তখনই প্রতিবাদে পথে নামে আশ্রমিক, ছাত্র-ছাত্রী ও বোলপুরের বাসিন্দারা। বিদ্যুৎ চক্রবর্তীর এই চক্রান্তের বিরোধিতা করে স্বতঃস্ফূর্তভাবে বেআইনি নির্মীয়মান পাঁচিল ভেঙে দেওয়া হয়।