Last Updated on September 5, 2020 8:31 PM by Khabar365Din
৩৬৫দিনঃ ; ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী ও ম্যানেজারের কপালে বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো। শনিবার বিকালে চম্পাহাটির একটি রাস্ট্রায়ত্ত ব্যাঙ্কে এই ঘটনা ঘটে। অভিযোগ,ব্যাঙ্কের ২৫ লক্ষ টাকা লুঠ করে চম্পট দেয় ডাকাতদল। ৫ জন ডাকাত সশস্ত্র অবস্থায় ঢোকে। প্রত্যেকের মুখে কালো মাস্ক দিয়ে ঢাকা ছিল। চম্পট দেবার আগে শাটার নামিয়ে দেয় ডাকাতদল। ম্যানেজারের ঘরের সিসিটিভির হার্ড ডিস্ক গায়েব করে তারা। এদিকে ঘটনার খবর পেয়ে বারুইপুর,সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনি ঘটনাস্থলে যায়। যায় অতিরিক্ত পুলিশ সুপার,এস ডি পিও সহ অন্য আধিকারিকরা। দুষ্কৃতীদের ধরার জন্য নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানিয় সুত্রে খবর,এদিন বিকাল ৩-৩৫ নাগাদ তারা ঢোকে। ব্যাঙ্কে কোন গ্রাহক ছিল না। ছিল ব্যাঙ্কের নিরাপত্তারক্ষি সহ ৬ জন কর্মী। নিরাপত্তারক্ষির কথায়,তাদের হাতে অস্ত্র ছিল। প্রথমে রক্ষির বন্দুক কেড়ে নেওয়া হয়। তারপর তার কপালে বন্দুক ঠেকিয়ে ডাকাতের দল যায় ব্যাঙ্ক ম্যানেজারের কাছে। মোবাইল কেড়ে নেওয়া হয় সবার। ম্যানেজারকে ব্যাঙ্কের ভোল্টের কাছে নিয়ে যায় তারা। কপালে বন্দুক ঠেকিয়ে চলে লুঠপাঠ। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে অপারেশন করে তারা। ব্যাঙ্কের কর্মীদের অনুমান,তারা দুইটি বাইকে করে এসেছিল।