মুখ্যমন্ত্রী বাঘের ৩ শাবকের নাম রাখবেন

0

Last Updated on September 21, 2020 12:22 PM by Khabar365Din

৩৬৫ দিন: সাফারি খােলার চলছে তােড়জোড়ের প্রস্তুতি। মায়ের সঙ্গে খােশ মেজাজে রয়েছে সাফারির সদ্যজাত তিন রয়্যাল শাবক। মা রয়্যাল বেঙ্গল শিলার সঙ্গে সময় কাটাচ্ছেন তারা। শিলার এই তিন শাবকের নামকরণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বনমন্ত্রী জানিয়েছেন তা। পূর্বের তিন রয়্যাল বেঙ্গল শাবকের নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর সেই রয়্যাল বেঙ্গল শাবকের মধ্যে এক শাবকের মৃত্যু ঘটে। এবারেও শিলিগুড়ি বন্যপ্রাণ উদ্যানের তিন ব্যাঘ্র শাবকের নামকরণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here