Last Updated on September 12, 2020 11:33 AM by Khabar365Din
৩৬৫ দিন: পর্যটন মন্ত্রী হওয়ার পর এই প্রথম গৌতম দেব সুন্দরবন সফরে এলেন।সকালেই সুন্দরবন এলেন রাজ্যে পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি এদিন সুন্দরবনের সাতজেলিয়া গ্রাম ঘুরে দেখেন। হোম স্টের বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি রাস্তা, নদী বাঁধ এবং গ্রামের উন্নয়ন নিয়ে খোঁজখবর নেন।