Last Updated on March 21, 2023 9:11 PM by Khabar365Din
৩৬৫ দিন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য একের পর এক উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণ করে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। এবার সরকারি চাকরিতেও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য ১০ শতাংশ সংরক্ষণ চালু করল রাজ্য সরকার। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে স্বাগত জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বর্ষীয়ান নেতা মনোজ চক্রবর্তী। তিনি বলেন, ‘ আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যবাসীর কথা ভেবেছেন, যেভাবে ধনী-দরিদ্র নির্বিশেষে উন্নয়ন হয়েছে গোটা বাংলা জুড়ে, ভারতবর্ষে আর কোন মুখ্যমন্ত্রী আমলে তা হয়নি। তার পরেও এক শ্রেণীর মানুষ মুখ্যমন্ত্রীর কুৎসা করে যাচ্ছেন। খুবই দুর্ভাগ্যজনক।