HS Exam: জঙ্গলমহলে ঘুরে বেড়াচ্ছে ৫০ হাতি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সামলাতে ঐরাবৎসহ বিশেষ ব্যবস্থা

0

Last Updated on March 14, 2023 6:23 PM by Khabar365Din

৩৬৫ দিন। মাধ‍্যমিকে জলপাইগুড়িতে হাতির হানায় মৃত‍্যু হয়েছিল মাধ‍্যমিক পরীক্ষার্থীর। উচ্চমাধ‍্যমিকে তাই হাতি প্রবণ এলাকায় থাকা পরীক্ষাকেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব‍্যবস্থা করল প্রশাসন। হাতির উৎপাত কমবেশী দক্ষিণ এবং উত্তরবঙ্গের প্রায় ১০ টি জেলায় রয়েছে। এর মধ‍্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের একাংশে এই ঝুঁকি সবচেয়ে বেশী। এই জেলাগুলোয় জঙ্গল লাগোয়া এলাকায় যত পরীক্ষাকেন্দ্র রয়েছে তার সব কটিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। আচমকা হাতি হামলা চালালে তা ঠেকানোর জন‍্য থাকছে প্রশিক্ষিত বাহিনী। হাতি তাড়ানোর যাবতীয় সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকাতে বলা হয়েছে বনকর্মীদের। এছাড়া পুলিশি টহলদারিও বাড়ানো হয়েছে।

জঙ্গলে নজরদারি, পরীক্ষার্থীদের জন‍্য গাড়ি

জঙ্গল লাগোয়া স্কুল এবং ছাত্র,ছাত্রী দের নিরাপত্তার জন্য গতকাল থেকেই বিশেষ নজরদারি শুরু করেছে বনদফতর। বিভিন্ন দলে ভাগ হয়ে জঙ্গল রাস্তায় চলছে কড়া নজরদারি। মাইকিং। মধ্যমিকের সময় ও পাহারারত ঐরাবত গাড়িতে হামলা চলায় হাতি। তাই এবার নজরদারি আরো জোরদার। ছাত্রী, ছাত্র দের আনার জন্য গাড়িরও ব্যাবস্থা রাখা হয়েছে। বর্তমানে গোপীবল্লভ পুর রেঞ্জ এ ১৩ টি হাতি, নয়াগ্রাম রেঞ্জে ১০ টি হাতি, কলাইকুন্ডায় ১১টি হাতি,চাঁদাবিলা রেঞ্জে ৩ টি,সিংধূই এ ২টি, কেশবরেখা রেঞ্জে ২টি হাতি অবস্থান করছে। এছাড়াও বনদফতর এর কাছে সবচেয়ে মাথাব্যাথার কারন দলছুট হাতি। প্রায় ৬ টি দলছুট হাতি এলাকা দাপিয়ে বেরাচ্ছে। আক্রমণ ও করছে এগুলোই বেশী। পুকুরিয়ায় ঢোলকাঠ পুকুরিয়া প্রনবন্ত বিদ্যামন্দীরে এর কাছেই জঙ্গলে ২টো হাতি অবস্থান করছে। নয়াগ্রাম ব্লকে ১৮ টি পরীক্ষাকেন্দ্রে র প্রায় সব কটি হাতি উপদ্রুত এলাকায়। ফলে এই সমস্ত জঙ্গল লাগোয়া এলাকায় নকাশুরু করেছে বনদফতর। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হাতির লেটেস্ট গতিপথ এর উপর নজরদারি চালানো হচ্ছে।
পাশাপাশি। শহরের সমস্ত রাস্তায় অতিরিপুলিশ, সিভিক মতায়ন করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। কাড়া নজরদারি পেরিয়ে খালিহাতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে পরীক্ষার্থী রা। ব্যাবস্থাপনায় খুশি অভিবাবকরাও

উচ্চমাধ‍্যমিক নির্বিঘ্নেই, বিপত্তি পথ দুর্ঘটনায়

মঙ্গলবার থেকে রাজ‍্যে নির্বিঘ্নে শুরু হল উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা। কোথাও কোনও গণ্ডোগোলের খবর নেই। পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তার ব‍্যবস্থা থাকায় কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় এবছর পরীক্ষার্থী সংখ্যা ৮ লাখ। তবে এদিন পরীক্ষা কেন্দ্রে আসার পথে বেশ কয়েক জন পরীক্ষার্থী দুর্ঘটনার কবলে পড়েন।
মঙ্গলবার সকালে বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে পথদুর্ঘটনা হয়েছে ৬ পরীক্ষার্থীর। অন্য দিকে, পথদুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা করিয়ে পরীক্ষা দেওয়ার সময় অচৈতন্য হয়ে যান হুগলির এক ছাত্র।
মোটরবাইকে চেপে সিউড়িতে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন বীরভূমের সদাইপুর থানার ভুরকুনা কবিগুরু হাইস্কুলের ২ ছাত্র-ছাত্রী। সিউড়ি থানার মিনস্টিল মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। মঙ্গল দাস এবং মামনি দাস নামে ওই ছাত্র-ছাত্রী এবং তাঁদের আত্মীয়কে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই তাঁদের পরীক্ষার ব্যবস্থা করা হয়। অন‍্যদিকে, জামালপুর থানার জোতশ্রীরাম এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছেন হেমন্ত ঘোষ, সায়ন ঘোষ, অরূপ মিদ্দা এবং অমরেশ ঘোষ নামে ৪ জন পরীক্ষার্থী। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন জামালপুরের বিধায়ক অলক মাঝি। স্বাস্থ্যকেন্দ্রেই ছাত্রদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা করিয়ে পরীক্ষার হলে বসলেও সেখানে অচৈতন্য হয়ে পড়েন হুগলির ছাত্র সন্দীপ মাঝি। সন্দীপের পরীক্ষা দেওয়া নিয়ে গোড়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে সিটি স্ক্যান করানোর পর কিছুটা সুস্থ বোধ করায় হওয়ায় হাসপাতালে বসেই পরীক্ষা দেন সন্দীপ। পুইনান স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘‘পরীক্ষার জন্য সন্দীপকে বাড়তি সময় দেওয়া হবে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here