Last Updated on April 15, 2023 8:07 PM by Khabar365Din
৩৬৫ দিন। হাওড়া সিটি পুলিশের নাকা চেকিংয়ে কোনা এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। আটক গাড়ি চালক। শনিবার বাংলা নববর্ষের দিন সকালে হাওড়ার কোনা এক্সপ্রেসের বেলেপোলের কাছ থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। দ্বিতীয় হুগলী সেতু ট্রাফিক গার্ডের অফিসাররা সন্দেহভাজন একটি গাড়িকে নাকা চেকিং চলার সময় বেলেপোলের কাছে আটকায়। ওই গাড়ি তল্লাশি করতেই সেখান থেকে প্রায় ৩৫ কেজির মতো গাঁজা উদ্ধার হয়। গাড়ি চালক বীরেন্দ্র রামকে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানা গেছে। শনিবার সকালে ওই গাড়িটি হাওড়ার উলুবেড়িয়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল।
নাকা চেকিং চলার সময় ট্রাফিক গার্ডের অফিসাররা ওই গাড়িটিকে সন্দেহভাজন অবস্থায় বেলেপোল ক্রসিংয়ে দাঁড় করান। তখনই ওই গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। এই গাঁজার প্যাকেট ওই ব্যক্তি কোথায় নিয়ে যাচ্ছিলেন তার জন্য তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বাংলা বছরের প্রথম দিনেই এই ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ অনুপম সিং বলেন, আমাদের টার্গেট কোনওভাবেই গাঁজা, মদ, বেআইনি সাট্টা এলাকায় চলতে দেওয়া হবেনা।
এরজন্য হাওড়া সিটি পুলিশের সব থানা এবং ট্রাফিকের পক্ষ থেকে নিয়মিত নাকা চেকিং করা হয়। এর পাশাপাশি হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগও বেআইনি সাট্টা, গাঁজা, মদের ব্যাপারে নিয়মিত লক্ষ্য রাখেন। গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং করে এদিনও গাঁজা উদ্ধার হয়েছে। এর আগে লিলুয়ার কোনা হাইরোডের গাঁজা উদ্ধারের কেসে সিআইডি তদন্ত করছে। তাদের সূত্রে খবর পেয়েই অভিযান চালানো হয়। গাঁজা পাচারের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে মোট চারজনকে গ্রেফতার করা হয়। সিআইডি পুরো বিষয়টি দেখছে এই ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে কিনা। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, প্রতিদিন হাওড়ার বিভিন্ন জায়গায় নাকা চেকিং করা হয়। বিশেষ সূত্রে খবর পেয়ে এদিন নাকা চেকিং করা হয়েছিল কোনা এক্সপ্রেসওয়ের বেলেপোলে। এরকম নাকা চেকিং চলবে।