মদ্যপ অবস্থায় নিজের বাড়িতে নিজেই আগুন দিল যুবক

0

Last Updated on March 25, 2023 8:34 PM by Khabar365Din

৩৬৫ দিন।নদীয়া: স্ত্রী ও কন্যাকে মারধর করে নিজের বাড়িতেই নিজে আগুন দিয়ে দিলেন মদ্যপ অবস্থায় পেশায় সিকিউরিটি গার্ড। ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জ রাধাগোবিন্দ পাড়ায়। এই ঘটনার পর স্থানীয়বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়িসহ বাড়ির আসবাবপত্র। কান্নায় ভেঙে পড়ে বাড়ির বাকি সদস্যেরা।
স্থানীয় সূত্রে জানা গিযেছে পেশায় সিকিউরিটি গার্ড অনির্বাণ সেন বেশিরভাগ দিন মধ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও কন্যাকে গালিগালাজ এমনকি মারধর পর্যন্ত করত। বৃহস্পতিবার রাত্রে মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে কথা কাটাকাটি করে বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে। এরপরেই ওই রাতে তার স্ত্রী ও মেয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। এর পরেই নিজের বাড়ি ভাঙচুর করে অনির্বাণ সেন।

পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজনেরা তার বাড়িতে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। পাড়া-প্রতিবেশীরা গিয়ে তাকে শান্ত করলেও তা কাজে আসে নি। এরপর নিজের বাড়িতেই মদ্যপ অবস্থায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আগুনের শিখা দেখতে পায় বেশ কিছু স্থানীয় বাসিন্দারা। এরপরেই ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা আগুন নেভাতে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। কাঁচা বাড়ি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় গোটা বাড়িতে। এরপরেই বাড়িতে মজুদ থাকার রান্নার গ্যাসে সিলেন্ডার লিক হয়ে তা থেকে গ্যাস বের হতে থাকে এবং আগুনের ভয়াবহতা আরও তীব্র আকার ধারণ করে। এরপরেই ঘটনাস্থলে ছুটে আসে খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে পুলিশ এসে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here