Last Updated on June 15, 2023 7:57 PM by Khabar365Din
৩৬৫ দিন। হাওড়ার গোলাবাড়িতে পুলিশের অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের হেরোইন সহ গ্রেপ্তার হলেন এক মহিলা। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার কিংগস রোড থেকে উদ্ধার হয় ওই মাদক। মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হন ওই মহিলা। ধৃতকে বুধবার হাওড়া জেলা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মনু শেখ (৫৭)। তিনি দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং এলাকার জীবনতলার বাসিন্দা। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে হেরোইন সহ ওই মহিলা হাওড়া স্টেশন এলাকায় আসবেন। সেই মতো মঙ্গলবার রাতে পুলিশের টিম তৈরি হয়ে থাকে। রাত সাড়ে ৮টা নাগাদ গোলাবাড়ি থানা এলাকার কিংগস রোডে রাস্তায় আটক করা হয় ওই মহিলাকে।
তার কাছে থাকা একটি ব্যাগ দেখে সন্দেহ হয় পুলিশের। সেই ব্যাগ পরীক্ষা করতেই সেখান থেকে উদ্ধার হয় ১ হাজার ৩২০ গ্রাম হেরোইন। এর বাজার মুল্য প্রায় ৫ কোটি টাকা। বুধবার ধৃতকে পুলিশ হাওড়া আদালতে তোলে। পুলিশ জানিয়েছে ধৃত মহিলা আদতে ক্যারিয়ার। দক্ষিণ ২৪ পরগণা থেকে হেরোইন নিয়ে আসছিলেন তিনি। কোথা থেকে তিনি এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনছিলেন এবং তা কার কাছে নিয়ে যাচ্ছিলেন নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তা জানতে চাইছে। পুলিশের অনুমান, ওই মহিলা কোনও বড় মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, কয়েক মাস আগে গোলাবাড়ি থানা এলাকার হাওড়া স্টেশনের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৪২১ গ্রাম হেরোইন যার বাজার মুল্য প্রায় ৮৪ লক্ষ টাকা। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তারও করা হয়।