Last Updated on March 21, 2023 8:45 PM by Khabar365Din
৩৬৫ দিন।বক্সার জঙ্গলে নতুন অতিথি।আসছে আরও অনেক নতুন অতিথি।একটি চিতল হরিণ।তারই সঙ্গে আসতে চলেছে বাঘ।তাও আনা হবে পাশের রাজ্য আসাম থেকে।গত ১৭ মার্চ ৮৬টি চিতল হরিণ ছাড়া হয়েছিল বক্সার জঙ্গলে।তাছাড়াও গত তিন বছরে ১০৪টি চিতল হরিণ ছাড়া হয়েছে।মূলত বক্সার জঙ্গলে বাস্তুতন্ত্র ঠিক রাখার জন্যই ছাড়া হয়েছে।রয়েছে আরও অনেক পরিকল্পনা।তার মধ্যে অন্যতম বাঘ।বেশ কয়েকবছর ধরেই বক্সার জঙ্গলকে বাঘের থাকার উপযুক্ত করার জন্য প্রস্তুতি শুরু হয়েছিল। ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘেদের খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ করতে বীরভূমের বল্লভপুর জঙ্গল থেকে আনা হল হরিণকে।সূত্র মারফত জানা গিয়েছে,বল্লভপুর জঙ্গলের ভেতরে বোমা ম্যাথডের মাধ্যমে হরিণ গুলিকে বন্দী করে তিনটি ট্রাকে চাপিয়ে সড়কপথে প্রায় ১৯ ঘন্টা পথ পাড়ি দিয়ে শুক্রবার দুপুর ২ টা ১০ মিনিটে হরিণগুলি বক্সার জঙ্গলে নিয়ে আসা হয়েছিল।দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে ক্লান্ত হরিণদের ২৫ মাইল এলাকার গভীর জঙ্গলের মাঝে ছেড়ে দেয়া হয়।একইসঙ্গে তাঁদেরকে ওই জঙ্গলে ছাড়ার আগে নির্দিষ্ট এলাকায় হরিণের জন্য পর্যাপ্ত ঘাস এবং পানীয় জলের ব্যবস্থা করে বন দফতর। দীর্ঘ ৩ বছর ধরেই হরিণদের খাবার,পানীয় জলের ব্যবস্থা ও উপযুক্ত পরিবেশ তৈরি করতে শুরু করেছিল বন দফতর।

এরই সঙ্গে জানা গিয়েছে,এই উদ্যোগ যেমন একদিকে পর্যটকেরা জঙ্গলে ঘুরতে এসে প্রকৃতি এবং বন্যপ্রাণীর দৃশ্য উপভোগ করতে পারবেন,তেমনি বক্সার জঙ্গল থেকে চিতাবাঘ লোকালয়ে চলে আসার ঘটনা অনেকটাই কমে যাবে বলে আশাবাদী বন কর্তারা। এমন উদ্যোগের আগে প্রায়ই জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকায় চিতাবাঘ লোকালয়ে চলে আসার ঘটনা লক্ষ্য করা যেত।এরই সঙ্গে জঙ্গলের একতিয়ারের মধ্যে প্রায় দুটি গ্রামের লোক পরছে।সেই ২০০ জন পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে।এদিকে,দীর্ঘ ২০ বছর পর ২০২১ সালে বক্সা জঙ্গলে ক্যামেরায় ধরা পড়েছিল বাঘ।তারপর থেকেই শুরু হয়ে যায় সমীক্ষা।কোথা থেকে বাঘের সন্ধান পাওয়া যায়।তবে সূত্রের খবর,আসাম থেকে বাঘ আনা হতে পারে।ওখানকার কাজিরাঙা এবিং ওরাং অঞ্চলে বাঘের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত শতাধিক বৃদ্ধি পেয়েছে বাঘের সংখ্যা।সেখানে বাঘের সংখ্যা ১৯০টি।ফলে সেখান থেকেই বক্সার জঙ্গলে বাঘ ছাড়া হবে বলেই সূত্রের খবর।প্রসঙ্গত,বক্সার জঙ্গলে বাঘ ছাডা় নিয়ে দীর্ঘদিন ধরেই কথাবার্তা রয়েছে।এনিয়ে নানা সমীক্ষাও হয়েছে তবে বাঘ ছাড়ার ক্ষেত্রে নানা ঝুঁকি থেকেই যায়।কারণ বক্সার জঙ্গল সংলগ্ন এলাকায় একাধিক বনবস্তি রয়েছে।যদি বক্সায় বাঘ ছাড়া হয় তবে সেই বনবস্তির বাসিন্দাদের প্রাণ সংশয় হতে পারে। সেকারণে অত্যন্ত সতর্ক হয়ে পা ফেলছে বনদফতর।সব দিকে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।