জল থইথই। দুঃসময়েও সুসময়ের ঘর বাঁধা

0

Last Updated on August 6, 2021 8:46 PM by Khabar365Din

৩৬৫দিন। ভয়াবহ বন্যার কবলে হাওড়ার আমতা ব্লকের বিস্তীর্ণ এলাকা। জলে ভেসে গিয়েছে ঘরবাড়ি মাঠঘাট। কিন্তু তাতেও থেমে থাকেনি শুভদৃষ্টি, মালাবদল। নবদম্পতির চার হাত এক হয়েছে।

আমতার সিয়াগোড়ী পাত্রপাড়ার বাসিন্দা চিরঞ্জিৎ পাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গাঁটছড়া বেঁধেছেন পাত্রী সায়নীর সঙ্গে। পানপুরে হয়েছে বিয়ের অনুষ্ঠান। নৌকা চেপে আজ ফিরলেন এরা।

ছবি: কুণাল মালিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here