Last Updated on March 19, 2023 8:58 PM by Khabar365Din
৩৬৫ দিন। আমতার বেতাই জাগলগোড়িয়া গ্রাম থেকে একটি আহত হিমালয়ান ক্রেস্টেড সজারু উদ্ধার করল বন দপ্তর। জানা গেছে রবিবার সকালে গ্রামের বাসিন্দা কৃষ্ণ পাল বাড়ির পাশের বাগানে আহত সজারুটিকে পড়ে থাকতে দেখেন। তিনি তৎক্ষণার হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যদের বিষয়টি জানান।

এরপর পরিবেশকর্মী বিকাশ বেড়া ও সন্তু মাইতি কৃষ্ণ পালের বাড়িতে গিয়ে সজারুটিকে উদ্ধার করে। পরে সেখান থেকে আহত সজারুটিকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের উলুবেড়িয়া রেঞ্জের অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান এটি একটি হিমালয়ান ক্রেস্টেড সজারু। সজারুটির শরীরে আঘাত আছে। আপাতত আহত সজারুটিকে কর যুবক প্রাণীর চিকিৎসা কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়েছে।