Last Updated on March 21, 2023 8:30 PM by Khabar365Din
৩৬৫ দিন। মঙ্গলবার সকালে ব্লকে ধাক্কা মেরে নদীতে ডুবে গেল একটি পণ্যবাহী বোট।বোট থেকে উদ্ধার সমস্ত কর্মী।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনির বটতলা নদীতে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৌসুনির বাগডাঙ্গা এলাকায় নদী বাঁধের কাজের জন্য আনোয়ারা নামের একটি বোট নিয়ে মাঝি সহ মোট পাঁচজন কর্মী গেঁওখালি থেকে ইট বোঝাই করে নিয়ে আসছিল। নদী বাঁধের কাছে এসে বোটিটিকে নোঙর করার সময় হঠাৎ ওই নদীতে থাকা ব্লকে ধাক্কা মারে আনোয়ারা নামের পণ্যবাহী বোটটি।
বোটের তলা ফেটে গিয়ে হু হু করে জল ঢুকতে শুরু করে। বোটের ওপরে থাকা মাঝি সহ অন্যান্য কর্মীরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পাড়ে ওঠেন। যদিও এই ঘটনায় গুরুতর যখম বা হতাহতের কোন খবর নেই । তবে এখনো পর্যন্ত নদী থাকে ডুবে যাওয়া বোটটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভাটার সময় উদ্ধার কাজ চালানো হবে বলে জানা গিয়েছে।পুলিশ জানান একটি পণ্যবাহী বোর্ট ব্লকে ধাক্কা মারলে বোটটি ডুবে যায়।তবে বোটে থাকা সকলেই উদ্ধার হয়েছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।