ক্যানিং এ অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার অস্ত্র কারবারী

0

Last Updated on March 16, 2023 7:26 PM by Khabar365Din

৩৬৫ দিন। পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে অস্ত্র কারখানার হদিশ পেল বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও ক্যানিং থানার পুলিশ ।পাম্প হাউস থেকে মিলল বেআইনি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম।বৃহস্পতিবার দুপুরে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি লক্ষীকান্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশ টিম ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের হাটপুকুরিয়া অঞ্চলে বালুইঝাকা গ্রামে তল্লাশি চালিয়ে গ্রেফতার করে ৭৯ বছরের অস্ত্র কারবারীকে।পুলিশ জানিয়েছে, ধৃতের নাম হৃষীকেশ মণ্ডল। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি ওয়ান শাটার পিস্তল, ২টি লং ও একটি শর্ট পাইপগান, ১২ বোরের ৪ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির নানা সরঞ্জাম, নাইলনের ব্যাগ। অভিযুক্তকে এদিন আলিপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন পুলিশের টিম ক্রেতা সেজে হানা দেয় অস্ত্র কারবারীর ডেরায়।ক্যানিং থেকে অনেক দূরে প্রত্যন্ত গ্রামে। তদন্তকারী অফিসার বলেন, ৬৫ হাজার টাকায় পিস্তল, পাইপগান কেনার দর হয়। সেই দর হাঁকাহাঁকি করতে করতেই আরও অস্ত্রের সন্ধান মেলে। প্রথমে বাড়ি থেকে অস্ত্রের সন্ধান পাওয়া যায়। তারপরে পাম্প হাউস থেকে মেলে অস্ত্র।, ক্যানিং, বারুইপুর, জয়নগরে অস্ত্র বিক্রি করা হত। এর সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here