Last Updated on August 30, 2021 11:30 PM by Khabar365Din
৩৬৫ দিন । জন্মাষ্টমীতে কাঠামো পুজোর মধ্য দিয়ে শারদোৎসবের সূচনা হলো বেলুড় মঠে। সোমবার জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে দেবী দূর্গার কাঠামো পুজো হয়। এর মাধ্যমেই শারদোৎসবের সূচনা হয় এদিন থেকেই। প্রথা মেনেই মঠে দুর্গা প্রতিমার কাঠামো পুজোর মধ্যে দিয়েই শারদীয়া উৎসবের প্রস্তুতি শুরু হয়ে থাকে প্রতি বছর। সেই চিরাচরিত রীতি মেনেই এদিন জন্মাষ্টমীর সকালে বেলুড় মঠে দেবী দূর্গার কাঠামো পুজো দিয়ে শুরু হলো এ বছরের দেবীর আবাহন। মঠের এই পুজো ১২১তম বর্ষে পদার্পণ করল।
ভাবগম্ভীর পরিবেশে মূল মন্দিরে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের মূর্তির ডান দিকে হয় এই কাঠামো পূজা। চণ্ডীপাঠ পূজার্চনা ইত্যাদির মাধ্যমে হয় এই পুজো। এককথায় এদিন থেকেই দেবী দূর্গার আবাহন শুরু হয়ে গেল বেলুড় মঠে। অন্যদিকে, সোমবার শ্রীকৃষ্ণ-জন্মাষ্টমীর দিন বেলুড় মঠ বন্ধ রাখার ঘোষণা আগেই করেছিল বেলুড় মঠ। বেলুড় মঠ সূত্রে খবর, করোনা পরিস্থিতি তৈরি হওয়ার আগে অন্যান্য বছর জন্মাষ্টমীতে বেলুড় মঠে প্রচুর ভক্ত ও দর্শনার্থীদের সমাগম হতো। এবারও তেমনটা হলে করোনা বিধি ভঙ্গ হতে পারে। সেই আশঙ্কা থেকেই মঠ কর্তৃপক্ষ এদিন ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে রীতি মেনেই মঠের ভিতরে জন্মাষ্টমী উপলক্ষে পূজার্চনা হয়।