বিদ্যুৎ মন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক,পুজোয় বিশেষ বিদ্যুৎ ব্যবস্থা

0

Last Updated on August 27, 2021 12:07 AM by Khabar365Din

৩৬৫দিন। পুজোর সময় বিদ্যুৎ বিভ্রাট রুখতে তৎপর রাজ্য বিদ্যুৎ দপ্তর। পুজোর ৫ দিনে বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে একাধিক পদক্ষেপ গ্রহনের নির্দেশ দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। পুজোর দেড় মাস বাকি থাকলেও বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে অরূপ বিশ্বাস জানান, পুজোর সময় যাতে বিদ্যুৎ ব্যবস্থা সচল থাকে তার জন্য বিদ্যুৎ দপ্তরে তরফে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত মেরামতির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কোনো সমস্যায় না পড়তে হয় আমজনতাকে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কলকাতা শহরে সিইএসসির ১৭০টি হাই ও লো টেনশন ভ্যান থাকবে ।

এদিকে, সারা বাংলায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের ৮৩৪ টি হাই টেনশন ভ্যান ও ১৪৮৫ লো টেনশন ভ্যানের ব্যবস্থা করা হবে।সাধারন মানুষের যাতে পুজোর সময় কোন সমস্যা না হয় তার জন্য কলকাতা সহ গোটা রাজ্যের সবকটি জেলায় ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা থাকবে।এছাড়াও সবকটি পুজো কমিটিকে পঞ্চমীর থেকেই বিদ্যুতের সংযোগ দেওয়া হবে। যদি কোন পুজো কমিটি মহালয়ার দিন থেকেই বিদ্যুৎ সংযোগের আবেদন করে, তার ব্যবস্থা করবে রাজ্য বিদ্যুৎ দপ্তর। এদিন বিদ্যুৎ ভবনে বৈঠকে হাজির ছিলেন বিদ্যুৎ সচিব পিবি সেলিম সহ রাজ্য বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর, সিইএসসি, কোল ইন্ডিয়া, রেলওয়ে, ইসিএল এর আধিকারিকরা। এদিন পি বি সেলিম বলেন, পি ডি সি এল এর ৬ টি কয়লা উত্তোলন কেন্দ্রের মধ্যে থেকে ৫ টি কেন্দ্র থেকেই কয়লা পাওয়া যাবে। তাই আশা করা হচ্ছে পুজোর সময় কয়লার কোনো ঘাটতি থাকবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here