করোনেশন সেতুতে বিনা অনুমতিতে বিস্ফোরণ শুটিং-এ গ্রেফতার BJP নেত্রী প্রযোজক

0

Last Updated on March 25, 2022 8:48 PM by Khabar365Din

৩৬৫ দিন। শিলিগুড়ি। সেবক হেরিটেজ করোনেশন সেতু (Sevoke Heritage Coronation Bridge) উপর বিস্ফোরনের (Blast) ঘটনায় গ্রেফতার পরিচালন সংস্থার লাইন প্রোডিউসার বিজেপি (BJP) মহিলা মোর্চার নেত্রী চৈতালি ব্যানার্জি (chaitali banerjee)। নব্বানের নির্দেশের পরই লাইন ক্লোজ করে সরানো হলো সেবক ফাঁড়ির ওসিকে। বৃহস্পতিবার কোনোরকম পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়াই ঐতিহাসিক প্রায় ১০০ বছরের ব্রিটিশ স্থাপত্য এর ওপর বিস্ফোরণ ঘটিয়ে শুটিং করেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী পরিচালন সংস্থার অন্যতম চৈতালি ব্যানার্জি। তার নির্দেশ মতোই ২৮০জনের একটি টিম শুটিংয়ের কাজ করে। শুটিংয়ের এদিন দৃশ্য রূপায়ণে জোড়ালো শব্দে কেঁপে ওঠে করোনেশন সেতু।

কোনো অনুমোদন ছাড়াই ঐতিহাসিক সেতুর ভাবে দুঃসাহসিক ঘটনা ঘটানো হয়েছে তা স্পষ্ট জানানও তিনি। বিস্ফোরণে আঁতকে ওঠেন স্থানীয়রা। ভৌগোলিক অবস্থানের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু। ডুয়ার্সে তরাই এর সঙ্গে শিলিগুড়ি একমাত্র যোগসূত্র। একাধিক সীমান্ত থাকায় জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবক করোনেশন। বর্তমানে সেতুর স্থিতি অত্যন্ত নাজুক ১০টনের পণ্যবাহী গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। সে সেতুর ওপরই না জানিয়ে বিস্ফোরন ঘটিয়ে অগ্নিকান্ড এর সৃষ্টি করেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী। ঘটনার নিখুঁত তদন্তে নেমে সেবক ফাঁড়ির ওসি পদাসীন এসআই ডালিম অধিকারিকে লাইন ক্লোজড করা হয় শুক্রবার। তার স্থানে সেবকের থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে লেবঙ থানার ওসি তপন কুমার দাসকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here