Accident: ১৬ নং জাতীয় সড়কে প্রাইভেট গাড়িতে বাসের ধাক্কা,মৃত-৩

0

Last Updated on March 21, 2023 1:12 PM by Khabar365Din

৩৬৫ দিন। প্রাইভেট গাড়িতে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল ৩ যুবকের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার বরুন্দায়। মৃত যুবকদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে হাবড়া দীঘা রুটের সরকারি বাসটি দীঘা অভিমুখে যাওয়ার সময় সকাল সাড়ে ৮ টা নাগাদ বাগনানের বরুন্দার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে জাতীয় সড়কের কলকাতামুখী লেনে চলে যায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী বাসটি কলকাতামুখী লেনে চলে আসার সময় কলকাতা অভিমুখে যাওয়া একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে।

দুর্ঘটনায় প্রাইভেট গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় প্রাইভেট গাড়ির চালক সহ ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ। ক্রেনের সাহায্যে বাসটিকে রাস্তা থেকে সরানো হয়। পরে গ্যাস কাটার দিয়ে প্রাইভেট গাড়িটি কেটে ৩ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনায় সরকারি বাসের ৩ যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে উলুবেড়িয়া মেডিকেল কলেজে পাঠিয়েছে। পুলিশ মৃতদেহ তিনটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি তাদের পরিচয় জানার চেষ্টা করছে। এদিকে এদিনের এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের কলকাতামুখী লেনে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ বাসটিকে আটক করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here