Last Updated on October 30, 2021 12:18 AM by Khabar365Din
৩৬৫ দিন। কালীপুজোতে নিষিদ্ধ সমস্তরকম বাজি। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।কয়েক দিন আগে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, শুধুমাত্র গ্রিন বাজি বিক্রি করা যাবে। কালীপুজোয় রাত আটটা থেকে রাত ১০ টা পর্যন্ত পোড়ানো যাবে সেই পরিবেশবান্ধব বাজি। একইভাবে ছটপুজোয় দু’ঘণ্টা, বড়দিন এবং বর্ষবরণের রাতে ৩৫ মিনিট পরিবেশবান্ধব বাজি পোড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে শুক্রবার কলকাতা হাইকোর্ট এ বছরের জন্য আসন্ন দীপাবলির মরশুমে সবুজ পটকা সহ সমস্ত ধরণের আতশবাজি বিক্রি এবং ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে দিল। শুধু কালীপুজোই নয় জগদ্ধাত্রী পুজোর ,ছট পুজো ও বড়দিনের উৎসব পালনে যাতে কোনরকম বাজি ফাটানো না হয় তা লক্ষ্য রাখবে রাজ্য। সমস্ত রকমের বাজি কেনাবেচা যাতে বন্ধ থাকে, তা সুনিশ্চিত করবে পুলিশ।