Last Updated on March 17, 2023 7:51 PM by Khabar365Din
নদীয়া: কৃষ্ণনগরে ৬০ কিলো গাজা সহ গ্রেফতার গাড়ি চালক। কৃষ্ণনগর কোতোয়ালি থানার রোড স্টেশন থেকে একটি চারচাকা গাড়ির সিটের তলায় করে পাচার হওয়া গাজা উদ্ধার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আজ হানাদেয় পুলিশ। চারচাকা গাড়িটি তল্লাশি চালানো মাত্রই চালক পালিয়ে যাওয়ার সময় একটি ডোবায় গিয়ে পড়ে। এরপর গ্রেপ্তার করা হয় চালককে। এরপরই গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনে সিটের তলায় বেশ কয়েকটি প্যাকেটে প্রায় ৬০ কেজি গাজা উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর উড়িষ্যা থেকে নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় পাচার হবার আগেই গাজা উদ্ধার করে পুলিশ।