Last Updated on August 4, 2021 5:08 PM by Khabar365Din
৩৬৫ দিন। ডিভিসি-র ছাড়া জলেই রাজ্যে ম্যান মেইড বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই অভিযোগ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন খারাপ আবহাওয়ার কারণে আকাশপথের পরিবর্তে সড়ক পথেই হাওড়া আমতার শিয়াকোলে পৌঁছান মুখ্যমন্ত্রী। এরপর গলা পর্যন্ত জল থাকার কারণে মুখ্যমন্ত্রীর কনভয় আর এগোতে পারেনি। এখানেই মুখ্যমন্ত্রী স্থানীয় ত্রাণশিবিরে গিয়ে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ান। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর মন্ত্রী পুলক রায়, বিধায়ক সুকান্ত পালদের মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন, জল দ্রুত বাড়ার আগেই মানুষকে ত্রাণশিবিরে পৌঁছে দিতে হবে। এরই মাঝে প্রধানমন্ত্রীর সাথে কথা হয় মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রীকে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসি সময় মত জলাধার গুলির পলি পরিষ্কার করছে না, পাশাপাশি রাজ্যকে না জানিয়ে অতিরিক্ত জল ছাড়ার ফলেই রাজ্যে ম্যান মেইড বন্যার সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, পলি পরিষ্কার করলে ডিভিসির ৩টি জলাধারে অতিরিক্ত ২ লক্ষ কিউসেক জল ধরত, পলি পরিষ্কার করলে আর অতিরিক্ত জল ছাড়তে হত না। ‘৫৪ হাজার কিউসেক জল ছাড়ব বলে ডিভিসি ২ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। বুধবার আকাশপথে হাওড়ার উদয়নারায়নপুর এবং হুগলির খানাকুলে বন্যা পরিস্থিতি পরিদর্শনের কথা ছিল মুখ্যমন্ত্রীর কিন্তু খারাপ আবহাওয়ার জন্য আকাশ পথের যাত্রা বাতিল করতে হয়। এরপর সড়ক পথে তিনি হাওড়ার আমতায় পৌঁছন। আমতায় পৌঁছে বন্যা দুর্গত এলাকায় যান মুখ্যমন্ত্রী, কথা বলেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কয়েক জন বন্যা দুর্গত সাধারন মানুষের সঙ্গে তিনি কথা বলেন। স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন বন্যা দুর্গত মানুষদের সবরকম সাহায্য করতে হবে পর্যাপ্ত ত্রাণশিবির খুলতে হবে। ত্রাণের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। পানীয় জল ওষুধের মতো আবশ্যিক পণ্য মজুত রাখতে হবে। বন্যার ফলে যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে হবে নদী বাঁধ মেরামত প্রভৃতি বিষয়ে নজর দিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, বৃষ্টি হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার রয়েছে। বাজ পড়ছে। সকলকে সতর্ক থাকতে হবে। হাওড়ার আমতা থেকে তিনি সড়ক পথে ফের নবান্নে ফিরে যান। সূত্রের খবর, হুগলির খানাকুল এ যেখানে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার কথা ছিল সেই হেলিপ্যাড গ্রাউন্ড সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে তাই আজকের মত তার খানাকুল সফর বাতিল হতে পারে পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হলে কিংবা আবহাওয়ার কিছুটা উন্নতি হলে কর্মসূচি ঠিক করা হতে পারে বলে সূত্রের খবর।