Last Updated on October 20, 2020 10:57 PM by Khabar365Din

পূষন গুপ্ত
১.
যুক্তির কোনও অভাব নেই। পুজো মণ্ডপে দর্শক নিষিদ্ধ তত্ত্বের ব্যাপারে আপত্তি জানিয়ে পরপর যুক্তি দেখানাে যেতে পারে। যুক্তি (১) করােনা ছড়িয়ে পড়া সম্ভব জেনেও কেন্দ্রীয় সরকারের গাইড লাইন মেনে দেশের প্রতিটি রাজ্য সরকারকে আনলক করতে হয়েছে। মমতা’র বাংলায় বাই উইকলি আনলক চালানাের চেষ্টাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশ্ন আনলক করা হল কেন?যুক্তি (২) উত্তরটাও দিচ্ছি। আনলক না করে উপায় ছিল না। আমেরিকা, ব্রিটেনেরই উপায় নেই, তাে গরিব দেশ ভারত। মানুষ খাবে কী? মাসের পর মাস লকডাউন থাকলে লুঠ রাহাজানি শুরু হতে পারত। তাও মমতা একটানা গরিব মানুষকে বিনামূল্যে খাদ্য যুগিয়ে যাচ্ছেন, অন্যদের সে দায়ও নেই। বাংলার কয়েক লক্ষ ডেকরেটর শিল্পী, আলােকসজ্জা শিল্পী, বিভিন্ন অঞ্চলের বিশেষ ধরণের হস্তশিল্পের কারিগর লােকশিল্পী, প্রতিমা শিল্পী, আনুষাঙ্গিক অন্যান্য ছােট শিল্প-সব মিলিয়ে বার্ষিক দুর্গাপুজোকে কেন্দ্র করে ১৪-১৫ হাজার কোটি টাকা টার্নওভার, আমার ফিগার নয়, চেম্বার অফ কমার্সের ফিগার। এক কলমের খোঁচায় সব বন্ধ হয়ে যাবে? বিকল্পটা কী? যুক্তি (৩) রামমন্দির প্রতিষ্ঠা উৎসব হল কেন?কয়েক হাজারের উপস্থিতি তাে বটেই, প্রধানমন্ত্রীর আশেপাশে যেসব পুরােহিতরা ছিলেন, তাদের অনেকের মুখেই মাস্ক ছিল না। পুরীর রথযাত্রার অনুমতি দেওয়া হল কেন? দেড় হাজার সেবায়েত ছিলেন। শতকরা ১০ ভাগের মুখে মাস্ক ছিল! গত ৮ মাসের হিসেবে এরকম ৮টা উদাহরণ দেখাতে পারি। যুক্তি (৪) পুজোমণ্ডপে ঢুকলেন না। প্যান্ডেলের বাইরে এসে ভিড় করলেন। নির্দেশিকা কী? সাত খুন মাফ?
২.
আসলে ভাই, এই পুতুল নাচে সবের সুতাে তাঁর হাতে বাঁধা। কমরেড বিকাশ আর পদ্মপাল, বিজেপির নেতা আর বিশ্বভারতীর উপাচার্য সব পুতুলই একতালে নাচছে৷ তুইনাচবি না, তাে তাের বাপ নাচবে। করােনা মাই ফুট। বয়ে গেছে করােনা নিয়ে ভাবতে, চুলােয় যাক পাবলিকের স্বাস্থ্য। বাংলায় পুজোই হােক বা অলিম্পিক মমতা’র বাংলার কীভাবে ক্ষতি করা যায় খুঁজে বের করাে। তারপর দলবেঁধে ফাইল হাতে চল ছুটি কলকাতা ১। চান্স নাও। বারবার চান্স নাও। মমতার ক্ষতি করতে হলে বাংলার ক্ষতি হবে। হােক। ঝুঁকি তাে নিতেই হবে।