পুকুর থেকে উদ্ধার শিশুর নিথর দেহ

0

Last Updated on June 30, 2022 12:08 AM by Khabar365Din

৩৬৫ দিন। পুকুরে ভাসছিল শিশুর নিথর দেহ। স্থানীয়রা খবর দেয় পুলিশে। ডিএমজি বাহিনী এসে দেহ উদ্ধার করে। গত বুধবার রাত ১ টা বেজে ২০ মিনিট নাগাদ ৪৮/১৯, মুরারীপুকুর রোডে, একটি পুকুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম সৌমদ্বীপ পাহাড়ি। বয়স ৬ বছর। ২৮/১, মুরারীপুকুর রোডে। দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

স্থানীয়দের থেকে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল শিশুটি। কোনভাবে পুকুরে পড়ে যায় ওই শিশু। তারপর, ডুবে যায়। এর দিন দুই আগে বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে তলিয়ে যায় এক নাবালক। বাগ বাজারের একটি ঘাটে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নিখোঁজ ওই নাবালকের নাম সৌমজিত সরকার। বয়স ১৪ বছর। বাড়ি লেক টাউন। ডিএমজি টিম খোঁজ চালাচ্ছে। প্রসঙ্গত, কিছুদিন আগে স্নান করতে গিয়ে একইভাবে তলিয়ে যায় এক ব্যক্তি। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় দেহ। তারপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সন্তোষপুর সার্ভে পার্ক এলাকায় নীল পুকুর নামে একটি পুকুরে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম ঠিকানা জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর। এর কয়েকদিন আগে হুগলি নদীতে বাজা কদমতলা ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যান এক ভবঘুরে ব্যক্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here