Last Updated on March 23, 2023 7:01 PM by Khabar365Din
৩৬৫ দিন।ভাঙড় । উচ্চমাধ্যমিকে টুকলিতে বাধা! পরীক্ষা চলাকালীন শিক্ষকদের উপর চড়াও হল পরীক্ষার্থীরা। এমনকী, ভাঙচুর চলল স্কুলেও! ধুন্ধুমারকাণ্ড ঘটে স্কুল চত্বরে। ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিশৃঙ্খলা রুখতে লাঠিচার্জ করা হয় বলেও জানা গিয়েছে। ঘটনায় ভাঙড় হাই স্কুলের একজন শিক্ষকের হাত ভেঙ্গে গিয়েছে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার ভাঙড় হাই স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন ছাত্রদের সঙ্গে শিক্ষকদের বচসা বাধে। টুকলি করা নিয়েই বচসা বলে অভিযোগ। পরীক্ষা শেষে ক্লাসের মধ্যে এক দল ছাত্র তান্ডব চালাচ্ছেন।তাদের বাঁধা দিতেই শিক্ষকদের উপরে চড়াও হন তারা। শিক্ষকদের মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি মারের চোটে গুরুত্বর আহত স্কুলের কমার্সের শিক্ষক রবিউল আওয়াল। তার হাতে ভেঙ্গে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় স্কুল চত্বরে। খবর দেওয়া হয় ভাঙড় থানায়। সঙ্গে সঙ্গে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী হাজির হয় স্কুল চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয় বলে জানা গিয়েছে।
ভাঙড় হাই স্কুল ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিট পড়েছিল কাঁঠালিয়া স্কুলের পড়ুয়াদের। অভিযোগ, পরীক্ষার প্রথম দিন থেকেই কিছু পরীক্ষার্থীর মধ্যে টুকলি করার প্রবণতা ছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষের কড়া নজরদারির জন্য তা সম্ভব হয়নি। ওই ক্ষোভ থেকেই এ দিনের তাণ্ডব বলে মনে করছেন স্কুল কর্তৃপক্ষ।
উচ্চমাধ্যমিকের পর বেলা দুটোর পর থেকে একাদশ শ্রেণির পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই মতো ভাঙড় হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্ররা এসে হাজির হয়। অভিযোগ, এরপর বাইরের পরীক্ষার্থীদের সঙ্গে ভাঙড় হাইস্কুলের ছাত্রদের তুমুল অশান্তি বাধে। শুরু হয় মারপিট। ঘটনাস্থলে এসে পুলিশ বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করে। লাঠিচার্জ করা হয় বলেও জানা গিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র সরকার বলেন, “ টুকলি করা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল যদিও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কোনও অসুবিধা হয়নি।পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে। কিছু পরীক্ষার্থীরা ঝামেলা করার চেষ্টা করছিল। সেই কারণে স্কুলের বাইরে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। আমাদের একজন শিক্ষক আহত হয়েছেন।”