বীরভূমের লোকালয়ে হাতি, ক্রেনে করে সরানো হল

0

Last Updated on February 8, 2022 1:09 AM by Khabar365Din

৩৬৫ দিন। হাতির উৎপাত কমার লক্ষণ নেই। পূর্ব বর্ধমানের আউসগ্রামের পর এবার হাতি ঢুকে পড়ল বীরভূমে (Birbhum)। বনদপ্তর (Forest Department) সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে আউসগ্রাম (Ausgram) থেকে একটি দাঁতাল দলছুট হয়ে বীরভূমের দিকে চলে আসে। সোজা ঢুকে পড়ে বোলপুর (Bolpur)-শ্রীনিকেতন (Sriniketan) ব্লকের বল্লভপুর অভয়ারণ্যে। গোটা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকায় কারণ বল্লভপুর অভয়ারণ্য এর আশপাশে বেশ কয়েকটি গ্রাম রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের আধিকারিকরা।

শুরু হয় হাতির (Elephant) খোঁজে তল্লাশি, যদিও সারারাত তন্নতন্ন করে খুঁজেও দাঁতালের সন্ধান প্রথমে পাওয়া যায়নি পরে অতিরিক্ত বনকর্মী এবং হুলা পার্টির সদস্যদের নিয়ে এসে তল্লাশি অভিযান শুরু করে বনদপ্তর। দুপুরের দিকে হাতির সন্ধান পাওয়া যায়। এরপর ঘুমপাড়ানি গুলি করে হাতিটিকে নিস্তেজ করে ক্রেনের মাধ্যমে জঙ্গল থেকে বের করা হয়। বীরভূম জেলা ডিভিশনাল ফরেস্ট অফিসার দেবাশিস প্রধান বলেন জঙ্গলের দাপিয়ে বেড়ালেন কোনো ক্ষয়ক্ষতি করেনি হাতিটি। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে নিরাপদ জায়গায় পুনর্বাসন দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here