Last Updated on March 20, 2023 1:55 PM by Khabar365Din
৩৬৫ দিন। হুগলি জেলার মাহেশের রথ ইতিহাস প্রসিদ্ধ। সেই রথযাত্রার আগে মাহেশের শ্রীরামকৃষ্ণ আশ্রমে গড়ে উঠছে উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন হুগলির সাংসদ অপরুপা পোদ্দার। রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই রামকৃষ্ণ আশ্রমটি ৮০ বছরের পুরনো। সব মিলিয়ে প্রায় ১৩০ জন ছাত্রছাত্রী এখানে বসবাস করে পড়াশুনা করে। স্থানীয় কাউন্সিলর সাকির আলি এলাকায় হাইড্রেন, গান্ধী সড়ক থেকে আর কে সড়ক পর্যন্ত রাস্তা বাঁধিয়ে দেওয়া, আশ্রমের ভেতরের রাস্তা বাঁধিয়ে দেওয়া থেকে শুরু করে পুরো আশ্রমটিকে একটি নতুন রূপ দান করেছেন। এবার এই আশ্রমে গড়ে উঠতে চলেছে মেডিকেল ইউনিট।
প্রাথমিক চিকিৎসা কেন্দ্র গড়ে উঠলে একদিকে যেরকম আবাসিকদের সুবিধা হবে অন্যদিকে প্রায় বিনামূল্যে এলাকায় একটি চিকিৎসা কেন্দ্র চালু হবে, যার সুবিধা ভোগ করবেন অসংখ্য এলাকাবাসী। পরিকাঠামো উন্নয়নের জন্য খুব দ্রুত স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়ে আবেদন করবে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম। আশ্রমের সম্পাদক স্বামী শিবেশ্বানন্দজি মহারাজ জানালেন, এর আগেও রাজ্য সরকারের একাধিক সুযোগ সুবিধা তারা পেয়েছেন। স্থানীয় কাউন্সিলর সাকির আলী প্রয়োজন-অপ প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন। পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। এবারেও মেডিকেল ইউনিটটি নির্মাণ করার পাশাপাশি আশ্রমের ছাদে একটি সোলার সিস্টেম বসানোর ক্ষেত্রেও উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে মাহেশের রথযাত্রার আগে একপ্রকার কাজ শুরু করে দিতে ইচ্ছুক তারা।