Puri: পুরীর মন্দিরের সামনে অগ্নিকাণ্ড

0

Last Updated on March 9, 2023 1:35 PM by Khabar365Din

৩৬৫ দিন। শ্রী ক্ষেত্রে আগুন আতঙ্ক। পুরীর জগন্নাথ মন্দির লাগোয়া শপিং কমপ্লেক্সে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বুধবার রাতে। দমকলের ১২ টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। এদিকে জগন্নাথ মন্দির লাগোয়া এলাকায় আগুন লাগায় ব‍্যাপক আতঙ্ক তৈরী হয়েছে। আগুন যদি কোনও ভাবে ছড়িয়ে পড়ে তাহলে তা জগন্নাথ মন্দিরের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। যদিও পুরী প্রশাসনের দাবি, আগুন নতুন করে যাতে না ছড়ায় তার জন‍্য সব রকম ব‍্যবস্থা করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে ৩ জন জখম হয়েছে। যে শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে সেখানে দমকলকর্মীরা পুরোপুরি ঢুকতে পারেনি। ফলে ভেতরে কেউ আটকে রয়েছে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত আটটা নাগাদ মন্দির সংলগ্ন লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সের একটি জামার দোকানে আগুন লাগে।

সেখান থেকেই আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। শপিং কমপ্লেক্সের পাশেই বেশ কয়েকটি হোটেল রয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই সেখান থেকে পর্যটকদের বের করে আনা হয়। পুরীতে এখন এমনিতেই প্রচুর পর্যটকের ভিড় তার ওপর মন্দির লাগোয়া এলাকায় অগ্নিকাণ্ডের সময় প্রচুর পর্যটক ছিলেন। কোনও ক্রমে তাদের এলাকা থেকে সরানো হয়। সতর্কতামূলক ব‍্যবস্থা হিসাবে জগন্নাথ মন্দিরের কাছে বেশ কয়েকটি দমকলের ইঞ্জিনকে তৈরী রাখা হয়েছে। কোনও ভবে আগুন মন্দিরের কাছে চলে এলে যাতে তার দ্রুত মোকাবিলা করা যায়। পুরীর পুলিশ সুপারিন্টেন্ডেন্ট ডঃ কে বিশাল সিং জানান, গতকাল রাতে শপিং কমপ্লেক্সে আগুন লাগে। এখনও অবধি ১০০ জনের বেশি বাসিন্দা ও পর্যটকদের সুরক্ষিতভাবে উদ্ধার করে বের করে আনা হয়েছে। আগামী দুই ঘণ্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here