Train Cancel: ইলেকট্রনিক ইন্টারলকিং কাজের জন্য হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল পরিষেবা রবিবার সারাদিন কার্যত বন্ধ

0

Last Updated on March 25, 2023 7:54 PM by Khabar365Din

৩৬৫ দিন। হাওড়া ডিভিশনে আপগ্রেডেশন কাজের জন্য ট্রেন নিয়ন্ত্রণ করা হবে বলে রেল সূত্রের খবর। হাওড়ার বেলানগর স্টেশনে ইলেক্ট্রনিক ইন্টারলকিং কাজের জন্য প্রায় ২৩ ঘন্টা ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে৷ এই কারণে হাওড়া এবং বর্ধমান (কর্ড লাইনের মাধ্যমে) মধ্যে সমস্ত ইএমইউ লোকাল বাতিল থাকবে৷ 12369 হাওড়া – দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, 12339 হাওড়া – ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, 12321 হাওড়া – মুম্বাই এক্সপ্রেস ব্যান্ডেল – বর্ধমান হয়ে ডাইভার্ট করা হবে। বালি পর্যন্ত মেইন লাইন লোকাল পাওয়া যাবে। অধিকন্তু, যাত্রীদের সুবিধার্থে, ডানকুনি এবং বর্ধমানের মধ্যে কর্ড বিভাগে আট জোড়া স্পেশাল ট্রেন চলবে এবং ২ জোড়া স্পেশাল ট্রেন হাওড়া ও বর্ধমানের মধ্যে কর্ড হয়ে চলবে। প্রসঙ্গত, রবিবার হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ট্রেন বন্ধ থাকছে। 

জানা গেছে, বেলানগর স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ চলবে। ওই কারণে ইএমইউ লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার রাত সাড়ে বারোটা থেকে রবিবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত বর্ধমান থেকে বেলানগরের মধ্যে আপ ও ডাউনে ১৬ জোড়া ট্রেন চলবে না। কুম্ভ, কোলফিল্ড, মুম্বই এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেন ঘুরপথে চলবে। এবিষয়ে রেলের এক আধিকারিক জানান, ইলেক্ট্রনিক ইন্টারলকিংয়ের জন্য হাওড়া থেকে বর্ধমানগামী ইএমইউ লোকাল এবং বর্ধমান থেকে হাওড়াগামী ইএমইউ লোকাল পরিষেবা বন্ধ রাখা হবে। ২৬ মার্চ রবিবার কোনও ট্রেন চলাচল করবে না। তবে যাত্রীদের কথা মাথায় রেখে বর্ধমান থেকে ডানকুনি পর্যন্ত কিছু কিছু ট্রেন চালানো হচ্ছে। কিন্তু ইএমইউ লোকাল ভায়া কর্ড লাইন বর্ধমান থেকে হাওড়া এবং হাওড়া থেকে বর্ধমান শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত বন্ধ থাকছে। তবে রবিবার ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল পরীক্ষা রয়েছে। সেই কথা মাথায় রেখে বর্ধমান থেকে ২টি ট্রেন চালানো হচ্ছে। ১টি সকাল ৮টা ১০ মিনিটে ছাড়বে। আর একটি ৯টা ১০ মিনিট নাগাদ ছাড়বে। পরীক্ষার্থীরা ছাড়াও সাধারণ মানুষ এই ট্রেনে যাতায়াত করতে পারবেন। চেষ্টা করা হচ্ছে কিছু কিছু ইএমইউ ট্রেন হাওড়া থেকে বালি পর্যন্ত চালাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here