Last Updated on July 16, 2021 6:57 PM by Khabar365Din
365 দিন । কোতয়ালি গ্রাম পঞ্চায়েতে ভাজপার গড়ে ফের ভাঙ্গন । এবারে ওই গ্রাম পঞ্চায়েতের ভাজপার দুই পঞ্চায়েত সদস্য সহ ৪০০ জন কর্মী-সমর্থকেরা তৃণমূলে যোগদান করলেন ।
বৃহস্পতিবার রাতে মালদা শহরের কোতুয়ালি পেট্রলপাম্প সংলগ্ন এলাকায় জেলা তৃণমূল নেতৃত্বের উদ্যোগে এই দলত্যাগ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর , মালদা জেলা পরিষদের নির্বাচিত সদস্য প্রতিভা সিংহ সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের দুই সদস্য গোপাল মন্ডল এবং সুভাষ পাহাড়ি তৃণমূলে যোগদান করেন । তাদের সঙ্গে এদিন প্রায় ৪০০ জন বিজেপি দল ছেড়ে আসা কর্মী-সমর্থকেরা তৃণমূলে যোগদান করেন । ওই দুই পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের দলীয় ঝান্ডা তুলে দেন সাংসদ মৌসুম নূর । কোতুয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির ওই দুই নেতা তৃণমূলে যোগদান করাতে দলের অনেকটাই শক্তি মজবুত হবে বলেও দাবি করা হয়েছে। এদিন বিজেপি দল ছেড়ে আসা কোতুয়ালি গ্রাম পঞ্চায়েত সদস্য গোপাল মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা বিজেপি দলের সঙ্গে যুক্ত থাকলেও ন্যূনতম মর্যাদা দেওয়া হয় নি। এই দলে থেকে মানুষের জন্য কাজ করা যাচ্ছে না। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছেন, তাতে সামিল হতে চান তাঁরা। বিজেপি দলে থেকে কাজ না করতে পেরে মানুষ জবাব চাইছে। জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য কাজ না করতে পারলে কোন লাভ নেই । তাই তৃণমূলে যোগ দিয়েছি । এই দলে থেকে মানুষের জন্য কাজ করার অনেক সুযোগ রয়েছে। তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর বলেন, কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতে বিজেপির দুই পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেছেন। পাশাপাশি ওই দুই সদস্যের সঙ্গে এদিন আরো প্রায় ৪০০ জন কর্মী , সমর্থকেরা তৃণমূলে যোগদান করেছেন ।