Jaundice: বাড়ছে জন্ডিসের প্রকোপ

0

Last Updated on March 17, 2023 6:32 PM by Khabar365Din

৩৬৫ দিন। হাওড়ার বালি পৌরসভার বেশ কিছু অঞ্চলে জন্ডিসের প্রকোপ দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার এই নিয়ে পৌর প্রশাসকের দপ্তরে বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। তাদের অভিযোগ, প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। পৌরসভার দাবি, বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হবে। এলাকা ভিজিটে পাঠানো হচ্ছে মেডিকেল টিম। বাড়ির ব্যবহৃত জলের নমুনা সংগ্রহ করা হবে বলেও পৌরসভা সূত্রের খবর। শুক্রবার এই নিয়ে সিপিআইএমের তরফ থেকে বালির পৌর প্রশাসকের কাছে এক ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। তাদের অভিযোগ, বালির মূলত দুটি ওয়ার্ডে এই জন্ডিসের প্রকোপ বাড়ছে। এরজন্য তারা দূষিত পানীয় জলকেই দায়ী করেছেন।

তাদের দাবি জন্ডিস নিয়ে হাসপাতালে চিকিৎসা চলছে অনেকের। জন্ডিস আক্রান্তদের মধ্যে রয়েছে শিশুরাও। যদিও, এই বিষয়ে বালি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবব্রত বিশ্বাস বলেন, ডেপুটেশন যারা দিতে এসেছিলেন তাদের বক্তব্য বালির ৯ এবং ১১ নং ওয়ার্ডে বেশ কিছু মানুষ জন্ডিসে আক্রান্ত হয়েছেন। ওনারা ৭২ জন জন্ডিস আক্রান্তের একটা তালিকা আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পৌরসভার ইউপিএইচসি’র ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা এলাকায় যাবেন। পাশাপাশি যুদ্ধকালীন ভিত্তিতে জলের গুণগত মান পরীক্ষা করা হবে। এরজন্য কেএমডিএ’র সঙ্গেও কথা বলা হচ্ছে। জলের গুণগত মান নিয়ে যে অভিযোগ উঠেছে তার বাস্তবতা সংশ্লিষ্ট আধিকারিকদের দিয়ে দেখা হবে। জন্ডিসের প্রকোপ বাড়ছে এই ধরনের অভিযোগ আমাদের অফিসে বা স্বাস্থ্যকর্মীদের কাছে বা কোনও ইউপিএইচসি’তে আগে আসেনি। আমরা গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here