Joint Entrance Result: জয়েন্ট এন্ট্রান্স ফল ঘোষণা ,৭২% রাজ্যের , সফল পরীক্ষার্থীদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

0

Last Updated on May 26, 2023 9:00 PM by Khabar365Din

৩৬৫ দিন । এবারের জয়েন্টে ৯৯.৪ শতাংশ সফল পরীক্ষার্থী। তাদের মধ্যে ৭২ শতাংশই এই রাজ্যের। মুখ্যমন্ত্রী সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন ।তিনি বলেন এবার সফল পরীক্ষার্থীদের ৫৩ % রাজ্য হিয়ার সেকেন্ডারি বোর্ডের ও ২৭.৫ % মহিলারা সফল হয়েছেন । এদিন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে একটি সাংবাদিক বৈঠকে জানায় হয় সফল পরীক্ষার্থীদের ২৮ শতাংশ রাজ্যের বাইরের।

সাংবাদিক বৈঠকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয় এবার মোট ৯৬ হাজার ৯১৩ জন সফল হয়েছেন। তাদের মধ্যে ৫১ হাজার ৩৪৫ জন রাজ্যের বোর্ডের ছাত্রছাত্রী।এবারের মেধাতালিকায় রাজ্যের বোর্ডের থেকে স্থান পেয়েছেন তিনজন। বাকি সাতজনের মধ্যে একজন আই সি এসসি বোর্ডের এবং ৬ জন সিবিএসই বোর্ড থেকে পাশ করেছেন। এবার ১ লাখ ২৪ হাজার ৯১৯ জন পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে ৭৪ শতাংশ পুরুষ। একজন ট্রান্সজেন্ডার এবং বাকি মহিলা।

শুক্রবার বিকেল ৪টে থেকে ওয়েবসাইটে কত রাঙ্ক হয়েছে তা জানতে পারবেন পরীক্ষার্থীরা।এবার ১.২৪ লক্ষের বেশি পরীক্ষার্থী মোট ৩০৬ টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলো । ৩০৩ কেন্দ্র ছিল বাংলায়। একটি অসম ও বাকি দুটি ত্রিপুরায়। বোর্ডের প্রকাশিত মেধাতালিকা অনুযায়ী জয়েন্টে প্রথম মহম্মদ সাহিল আখতার।দ্বিতীয় স্থানাধিকারী রুবির দিল্লি পাবলিক স্কুলের পড়ুয়া সোহম দাস। তৃতীয় স্থানে রয়েছে বাঁকুড়ার বান্দা বিদ্যালয়ের পড়ুয়া সারা মুখোপাধ্যায়।

চতুর্থ হয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সৌহার্দ্য দণ্ডপাত।পঞ্চম স্থানে রয়েছেন অয়ন গোস্বামী।ষষ্ঠ স্থান অধিকার করে নিয়েছেন সোসপুর নারায়ানা স্কুলের অরিত্র অম্রুত দত্ত।সপ্তম হয়েছেন রাজস্থানের কোটা থেকে কিন্তন সাহা।অষ্টম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের সাগ্নিক নন্দী।নবম হয়েছেন রাজস্থানের কোটা থেকে রক্তিম কুণ্ডু। মেধাতালিকায় দশম স্থানে রয়েছেন কাটোয়ার হোলি অ্যাঞ্জেল স্কুলের শ্রীরাজ চন্দ্র।