জলদাপাড়ায় জালে ছাগলখেকো লেপার্ড

0

Last Updated on January 6, 2022 1:26 AM by Khabar365Din

৩৬৫ দিন। সাত ছাগল খাওয়া লেপার্ড অবশেষে খাচা বন্দি হল বুধবার। এদিন সকালে ছাগলের টোপে খাচা বন্দি হয় পূর্নবয়স্ক স্ত্রী লেপার্ডটি। জানা গিয়েছে বেশ কিছুদিন থেকেই জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া এথেলবাড়ি এলাকায় পর পর ছাগল সাবার করছিল বুনো লেপার্ডটি। পর সাত ছাগল খেয়ে রেকর্ড করে লেপার্ডটি। রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে ঢুকে হাস মুরগির খোপ থেকে হাস মুরগি টেনে নিতেও সিদ্ধহস্ত ছিল এই লেপার্ডটি।

বিকেলের পর মাঠ থেকে ছাগল বাড়ি আনতে একটু দেরি হলেই তা এই লেপার্ডের পেটে চলে যেত। ক্ষুব্ধ গ্রামবাসিরা বনদফতরে অভিযোগ জানালে ছাগলের টোপ দিয়ে খাচা পাতে বন দফতর। বুধবার সকালে এথেলবাড়ি চেকপোষ্ট লাগোয়া দুর্গাবাড়ি কলোনিতে রবীন রাইয়ের বাড়ির পেছনে সুপারি বাগানে পেতে রাখা লোহার খাচায় বন্দি হয় লেপার্ডটি। পাশেই জলপাইগুড়ি বনবিভাগের দলগাও রেঞ্জের জঙ্গল। দলগাও বন দফতরের পক্ষ থেকেই লেপার্ড খাচা বন্দি করতে ফাদ পাতা হয়েছিল। অবশেষে ছাগল খেকো লেপার্ড ফাদে পা দিতেই বন্দি হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here