Last Updated on June 26, 2022 6:41 PM by Khabar365Din
৩৬৫ দিন। টাল বাহানায় কেটেছে আষাঢ়ের প্রথম সপ্তাহ। দ্বিতীয়ের মাঝে খানিকটা জোর পেল মৌসুমী বায়ু। সৌজন্যে, ঘূর্ণাবর্ত। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি শহর জুড়ে। জেলাতেও একইভাবে চলল বৃষ্টি। আরও একবার জলমগ্ন পথঘাট। আবহাওয়া দফতরের খবর, আগামী ৫ দিন, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি চলবে। বুধবার নাগাদ দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। কিছু জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস। কলকাতায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে একইভাবে। ২৮ এবং ২৯ তারিখ ভারী বৃষ্টি চলবে উত্তরে। কারণ, ব্যাখ্যা করে এক আবহাওয়াবিদ জানান, উত্তর ওড়িশা এবং সন্নিহিত এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়া, বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব এবং পূর্ব ভারতে দক্ষিণা বাতাসে ঢুকছে। সেকারণেই বৃষ্টি চলবে আগামী কদিন। এবার স্বাভাবিকের থেকে অনেকটাই দেরীতে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা।
কিন্তু, বর্ষা ঢুকলেও সেভাবে প্রভাব দেখাতে পারেনি মৌসুমী বায়ু। শুরুর দিকে দিন দুয়েক বৃষ্টি হলেও তারপর মূলত বিক্ষিপ্ত বৃষ্টিই হয়েছে। টানা ভারী বৃষ্টি হয়নি। যদিও, আবহাওয়া বিজ্ঞানীরা বার বার জানিয়েছেন, মূলত কোন ঘূর্ণাবর্ত, নিম্নচাপ কিংবা মৌসুমী অক্ষরেখা না থাকায় সক্রিয় ভূমিকা দেখাতে পারেনি মৌসুমী বায়ু। ফলে, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভারী বৃষ্টি সেভাবে হয়নি। গত কয়েকদিন ধরে অর্থাৎ, ১৮ জুনের পর থেকে কলকাতাতে বৃষ্টি হয়েছে।
তবে, এক দুদিনের ব্যবধানেই বৃষ্টি হয়েছে। কিন্তু, জেলাতে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। গতকালও, কলকাতা ছাড়াও দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান সহ একাধিক জেলায় বৃষ্টি হয়। অন্যদিকে, উত্তরবঙ্গে এবার স্বাভাবিকের থেকে ৩ দিন আগে বর্ষা প্রবেশ করে। স্বাভাবিক সময় ৬ জুন। তারপর, থেকেই ক্রমাগত বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে।
টানা কয়েকদিন ভারী বৃষ্টি চলে। জারি করা হয় লাল সতর্কতা। এখন অবশ্য বৃষ্টি কিছুটা কমলেও আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় দফতর। দক্ষিণবঙ্গ ছাড়াও একইসঙ্গে ওড়িশা ঝাড়খণ্ড, বিহার, বৃষ্টি হবে। বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।