Last Updated on August 26, 2021 12:38 AM by Khabar365Din
৩৬৫ দিন। পশ্চিম মেদিনীপুর। তিনিই বাংলার একমাত্র তুমুল সফল চিত্রতারকা যিনি জীবন দিয়ে রাজনীতি করেন। সকালে বন্যার ত্রাণ নিয়ে ঘাটালের প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়ান, বুক জলে আটকে থাকা মানুষকে ত্রাণ পৌঁছে দিয়ে রাতে সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। চূড়ান্ত সফল চিত্রতারকা, চূড়ান্ত সফল রাজনীতিবিদ- প্রবল ব্যস্ততার মাঝেও দুটি মাধ্যমকে সমানভাবে সামাল দিয়ে চলেছেন বাংলার দেব। প্রবল প্রতীক্ষিত কিসমিশ ছবির শুটিং নিয়ে যখন খুনখারাপি ব্যস্ত দেব, তখন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মানুষের পাশে দাঁড়াতে জেলার রবীন্দ্র শতবার্ষিকী মহা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি হলেন অভিনেতা সাংসদ দেব। মঙ্গলবার রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে এই চিঠি এসেছে বলে ঘাটাল কলেজ সূত্রে জানা যায়।ঘাটাল এর সাংসদ দেব এর প্রতিনিধি রামপদ মান্না বলেন, ‘রাজের উচ্চ শিক্ষা দফতর থেকে সাংসদকে ওই চিঠি দেওয়ার পাশাপাশি কলেজকে ই-মেলের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
ওই কমিটির জন্য সাংসদ দেব ছাড়াও আরো দুজনের নাম এসেছে। তারা হলেন ঘাটাল যোগদা সৎসঙ্গ বিদ্যাপীঠএর প্রধান শিক্ষক গৌরীশংকর বাগ এবং ঘাটাল ব্লকের প্রতাপ পুর হাই স্কুলের শিক্ষক সুশান্ত মন্ডল। ওই কলেজের সভাপতি ছিলেন তৎকালীন ঘাটালের বিধায়ক শংকর দলুই। কিন্তু বিধানসভা নির্বাচনের সময় তাকে নিয়ম মেনে সমস্ত পদ থেকে পদত্যাগ করতে হয়েছে ।বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার জন্য তাকে আর ঘাটাল কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়নি বলে জানা গিয়েছে। তাই ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে ঘাটাল কলেজের পরিচালন কমিটির সভাপতি করা হয়েছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে বুধবার রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঘাটাল কলেজের ছাত্র-ছাত্রী ও কলেজের অধ্যাপকরা।