Last Updated on March 27, 2023 6:50 PM by Khabar365Din
৩৬৫ দিন। কলেজ পড়ুয়ার তৎপরতায় উদ্ধার হল একটি আহত নিম পেঁচা। জানা গেছে রবিবার রাতে শ্যামপুর ২ নং ব্লকের ডিহিমন্ডলঘাট ১ নং গ্রাম পঞ্চায়েতের বরদাবাড়ে রাস্তার পাশে আহত নিম পেঁচাটিকে পড়ে থাকতে দেখেন কলেজ পড়ুয়া অভিজিৎ মাইতি।

অভিজিৎ ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্য অভিক মাইতিকে বিষয়টি জানায়। এরপর অভিক কলেজের বন্ধু সৌভিক কাপড়িকে সঙ্গে নিয়ে ঘটনা স্থলে পৌঁছায় এবং আহত পেঁচাটিকে উদ্ধার করে। পরে বন দপ্তরের কর্মীরা পেঁচাটিকে উদ্ধার করে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।অভিক মাইতি জানান পেঁচাটিকে উদ্ধার করতে না পারলে ওর প্রান সংশয় হতে পারত।