Last Updated on October 1, 2021 12:22 AM by Khabar365Din
৩৬৫ দিন। কোভিডবিধিতে নতুন করে পরিবর্তন নেই। তবে পঞ্চমী থেকে লক্ষীপুজো পর্যন্ত রাতের বিধিনিষেধ শিথিল করেছে রাজ্য সরকার। উৎসবের কথা মাথায় রেখেই এই ছাড় দেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে। তবে দিনের বেলায় একই রকম বিধিনিষেধ বহাল থাকছে। বৃহস্পতিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জারি থাকছে বিধি-নিষেধ।এই এক মাসের মধ্যে পড়েছে পড়ছে দুর্গাপুজো। উৎসবের কথা মাথায় রেখে এই ব্যবস্থা। ওই নির্দেশিকায় জানানো হয়েছে,আগামী এক মাসও রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত না থাকলে বাড়ির বাইরে বেরনো যাবে না। তবে সেই নিয়মে ছাড় রয়েছে ১০ থেকে ২০ অক্টোবর। অর্থাৎ ওই দশদিন রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বাড়ির বাইরে বেরনোর ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। বৃহস্পতিবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলেই জানানো হয়েছে। তবে পুজোর প্যান্ডেলে কি গাইডলাইন থাকবে সেই নিয়ে নির্দেশিকা প্রকাশ করেনি রাজ্য সরকার। এদিকে, রাজ্যের নির্দেশিকায় লোকাল ট্রেন সম্পর্কে কোনও কথা উল্লেখ করা হয়নি।
অর্থাৎ আগামী এক মাসও লোকাল ট্রেন বন্ধই থাকছে। পুজোয় রাতে কোনও বিধি নিষেধ না থাকলেও মাস্ক পরার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। অফিস বা যে কোনও কর্মক্ষেত্রে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।সেক্ষেত্রে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে যে স্টাফ স্পেশাল ট্রেন চলছে, সেই ট্রেনই বহাল থাকবে বলে মনে করা হচ্ছে। এর আগে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, গত বছর পুজোর সময়ে যে নির্দেশিকা জারি করা হয়েছিল পুজোর ক্লাবগুলির ক্ষেত্রে, এবারেও তা বহাল থাকবে। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে করোনা পরিস্থিতি বেশ খানিকটা নিয়ন্ত্রণে। সেই কথা মাথায় রেখেই পুজোর এই কটা দিন রাতে চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। পুজো মানেই ঘোরাঘুরি। রাতের দিকেই বেশিরভাগ মানুষ পুজোর প্যান্ডেল দেখতে মণ্ডপে মণ্ডপে ঘুরতে বের হন। তবে করোনার জন্য ভাবনায় পড়ে গিয়েছিলেন প্রায় সবাই। তবে প্রশাসন উৎসবের কথা মাথায় রেখেই রাতের বিধিনিষেধ শিথিল করেছে।