রাজ্যের ঐতিহাসিক সিদ্ধান্ত, শুভাপ্রসন্ন জানালেন প্রেসিডেন্সি জেলের ফাঁকা অংশে হবে দেশভাগ মিউজিয়াম

0

Last Updated on August 18, 2021 9:56 PM by Khabar365Din

ইন্দ্রনীল সাহা


৩৬৫ দিন। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার প্রেসিডেন্সি জেলের ফাঁকা অংশে তৈরি হবে দেশভাগ মিউজিয়াম । মঙ্গলবার কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি ও কলকাতা পার্টিশন মিউজিয়াম ট্রাস্টের আয়োজনে লেগেসি অফ লস, পার্সপেক্টিভস অন দ্য পার্টিশন অফ বেঙ্গল নামে এক প্রদর্শনীশালার উদ্বোধনে হাজির হয়ে এ কথা জানালেন হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন।তিনি বলেন, কলকাতায় একটা পার্টিশন মিউজিয়াম করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।চণ্ডীগড়ে একটা মিউজিয়াম আছে। কলকাতায় সবচেয়ে বড় পার্টিশন মিউজিয়াম তৈরীর ভাবনা রয়েছে আমাদের। হেরিটেজ কমিশনের চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যেই আমরা প্রেসিডেন্সি জেল এর ফাঁকা অংশ পরিদর্শন করেছি।দেশভাগের ক্ষত বাঙালি আজও তার মনে পোষন করে, লালন পালন করে, আর তা যেকোনো সৃজনশীল মানুষের কাছে অনুপ্রেরণা। তারই এক নমুনা দেখা গেল কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে। অফ লস, পার্সপেক্টিভস অন দ্য পার্টিশন অফ বেঙ্গল নামে এই প্রদর্শনীশালার উদ্বোধনী অনুষ্ঠানে শুভাপ্রসন্ন ছাড়াও উপস্থিত ছিলেন, সুগত বসু, গৌতম ঘোষ, ইতালির কনসাল জেনারেল গিয়ানলুকা রুবাগোত্তি সহ আরো অনেকে। সুগত বসু বলেন, দেশভাগের যন্ত্রণা গান্ধীজিকে এতটাই নাড়া দিয়েছিল যে ১৯৪৭ সালে ১৫ আগস্ট তিনি দিল্লি যাননি,সেইদিন কলকাতার বেলেঘটায় এক মুসলিম পরিবারে বাড়িতে ছিলেন। দেশভাগের কষ্টকে দুই দেশের নানাধরনের এরকম শিল্পকর্মের মাধ্যমে মনে রাখতে হবে। পরিচালক গৌতম ঘোষ এর কথায়, দেশভাগ হচ্ছে আধুনিক ইতিহাসে এশিয়ার সবচেয়ে কালো অধ্যায়। কিছু নেতার কারনে এবং তাদের চালাকির জন্য দেশভাগ হয়েছিল। আজও আমরা সেই ক্ষত বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছি। প্রদর্শনীশালায় দেশভাগের যন্ত্রণাকে শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ৫ জন শিল্পী অমৃতা সেন, দেবাশীষ মুখার্জী, দিলীপ মিত্র,পল সেনগুপ্ত ও বিনায়ক ভট্টাচার্য। শুধু রং তুলি দিয়ে দেশভাগের বেদনার ছবি নয়, প্রদর্শনীশালায় রয়েছে, তৎকালীন সময়ের বেশ কিছু ফটোগ্রাফ। সাদা কালো সেইসব ফটোগ্রাফ আরো বেশি করে পার্টিশনের সময়কালকে আজকের দিনেও প্রাসঙ্গিক করে তুলেছে। এই প্রদর্শনীশালায় আগামী ২২ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত একটি অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here