Last Updated on July 20, 2022 7:39 PM by Khabar365Din
৩৬৫ দিন।২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে।মঞ্চ পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার–সহ কলকাতা পুলিশের আধিকারিকরা।এই সমাবেশে আগত মানুষজন এবং যান নিয়ন্ত্রণ ব্যবস্থাও খতিয়ে দেখেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।ধর্মতলা চত্বরের সব বহুতলের উপর থেকে নজরদারি করা হবে।নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকছেন ১৭ জন ডিসি।মঞ্চ ও সংলগ্ন এলাকা তিনটি জোনে ভাগ করা হচ্ছে। তিনজন ডিসি ওই তিন জোনের দায়িত্বে থাকবেন।শহরে পণ্যবাহী গাড়ি ঢুকতে পারবে না।যান নিয়ন্ত্রণ-সহ একাধিক বিষয়ে পদক্ষেপ করা হয়েছে ৷ধর্মতলা চত্বরে এবং সভামঞ্চের আশেপাশে অসংখ্য পুলিশ মোতায়েন থাকবে।তাছাড়াও, ধর্মতলা এবং তাঁর আশেপাশের রাস্তা এবং শহরের বিভিন্ন এলাকায় ওইদিন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে বলেই জানা গিয়েছে।বিশেষ করে যে রাস্তাগুলি দিয়ে মিছিল করে তৃণমূল কর্মীরা ধর্মতলার সভাস্থলে পৌঁছবেন সেখানে নিরাপত্তার কড়াকড়ি থাকবে ৷ লালবাজারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতায় ২১ ঘণ্টা যান নিয়ন্ত্রণ করা হবে ৷ ওইদিন ভোর সাড়ে ৪টে থেকে মধ্যরাত পর্যন্ত কলকাতার একাধিক রাস্তায় ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
ওয়ান ওয়ে ট্রাফিক
ধর্মতলায় উত্তর থেকে দক্ষিণে বিবেকানন্দ রোড পর্যন্ত এবং দক্ষিণ থেকে উত্তরে বিধান সরণিতে একমুখী ট্র্যাফিক চলাচল করবে।ধর্মতলা থেকে শিয়ালদা হয়ে কলেজ স্ট্রিটের দিকেও যান চলাচল একমুখী থাকবে ৷দক্ষিণ কলকাতা থেকে উত্তরের স্ট্র্যান্ড রোড, ব্রেবোর্ন রোড, বেন্টিংক স্ট্রিট, হেয়ার স্ট্রিটে যান চলাচল একমুখী থাকবে ৷২১ জুলাইকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়েছে ৷
যান জটের আশঙ্কা থেকে কয়েকটি স্কুল বন্ধের ঘোষণা
এদিন কলকাতার একাধিক বেসরকারি স্কুল বন্ধ রাখার সিধান্ত নেওয়া হয়েছে।তালিকায় প্রথমেই রয়েছে দিল্লি পাবলিক স্কুল।নোটিশ দিয়ে ছুটির কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।এছাড়াও ছুটি ঘোষণা করেছে ক্যালকাটা গার্লস স্কুল, ডন বস্কো পার্ক সার্কাস, গার্ডেন হাই স্কুল ও সেন্ট জেমস স্কুল।ওই দিন স্কুলে পঠন পাঠন বন্ধ থাকলেও পরবর্তীতে অন্য কোনওদিন সিলেবাস শেষ করার জন্য ক্লাস নেওয়া হবে বলেও জানানো হয়েছে।