Last Updated on April 3, 2023 6:53 PM by Khabar365Din
৩৬৫ দিন। বিগত ৩০ বছরের বেশী সময় ধরে তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না ৷ বিদ্যুৎ দপ্তরের অফিস সহ বিভিন্ন জায়গায় দরবার করেও কোনও সুরাহা হয়নি ৷ অবশেষে আজ দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্পে হাজির হন তপন সানি ৷ বিষ্ণুপুর এক নম্বর ব্লকের আমগাছিয়ার সানিপাড়ায় তাদের বাড়ি ৷ নানান জটিলতার কারণে এতদিন বিদ্যুৎ ছিল না তাদের বাড়িতে ৷ দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্পে হাজির হয়ে বাড়িতে বিদ্যুৎ সংযোগের আবেদন জানান তিনি ৷ ঘটনার সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর এক নম্বর ব্লকের বিডিও সুবীর দন্ডপাটও ৷ এই বিষয়ে স্থানীয় সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের অফিস থেকেও বিষয়টিও প্রশাসনকে জানানো হয় ৷
অবশেষে আবেদন করার ২ ঘন্টার মধ্যে ৩০ বছরের পুরানো সমস্যার সমাধান হয়ে যায় ৷ এই ঘটনায় উচ্ছ্বসিত সানি পরিবার ৷ তপন সানি জানান বিভিন্ন জায়গায় ঘুরেও কোনও কাজ হচ্ছিল না ৷ অবশেষে বাড়ির সামনেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সমস্যার সমাধান সম্ভব হল ৷ পরিবারের সদস্য পুজা সানি বলেন এই ঘটনায় তারা খুশি ৷ আরেক সদস্য রিয়া সানির বক্তব্য এতদিন কারেন্ট না থাকায় পড়াশুনো থেকে মোবাইল চার্জ দেওয়া সবেতেই সমস্যা হচ্ছিল ৷ পাশের একটি বাড়ি থেকে কোনওরকমে লাইন নিয়ে কাজ চালাতে হচ্ছিল ৷ দীর্ঘ ৩০ বছরেরে এই সমস্যার সমাধান হওয়ায় তারা স্বস্তিতে বলে জানান তিনি ৷