৩৬৫ দিন।প্রচণ্ড দাবদাহের কারণে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি আরো ১৫ দিন বাড়িয়ে দেওয়া হলো। সোমবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। সেখানে২৬ জুন পর্যন্ত ছুটি বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। ছোট ছোট পড়ুয়াদের কথা ভেবে এই ছুটি বাড়ানো হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে।

এবছর গরমের ছুটির নির্দিষ্ট সময়ের আগেই রাজ্যে প্রচন্ড গরম পরায় আগেভাগেই গরমের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই অনুযায়ী ১৫ জুন পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকার নির্দেশিকা জারি করা হয়েছিল। সরকারি এবং বেসরকারি সমস্ত ক্ষেত্রেই এই নির্দেশিকা জারি করে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর।