Last Updated on October 3, 2020 8:01 PM by Khabar365Din
শিলিগুড়ি। ফের শিলিগুড়িকে করিডর করে সোনা পাচারের ছক। সোনার বিস্কুট সহ গ্রেপ্তার চার। ধৃতদের নাম নিশান্ত কুমার (২১),দীপক কুমার(২৫), রাজু রাম(৩৫),সুনীল কুমার(৩২)। ধৃতরা প্রত্যেকেই রাজস্থানের বাসিন্দা। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য ১৭কোটি ৫১লক্ষ ১৭হাজার১৬৮ টাকা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার গোয়ালটুলিতে অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। আটক করা হয় রাজস্থান নাম্বারের ট্রাকটিকে। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে বেড়িয়ে আসে সোনার বিস্কুট। ২০২টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয় ধৃতদের কাছ থেকে। যার ওজন ৩৩কেজি৫৩২গ্রাম। ধৃতদের জিজ্ঞাসাবাদের দরুন রাজস্ব গোয়েন্দা বিভাগের অধিকারিকেরা জানতে পারেন মায়নমার সীমান্ত থেকে ওই সোনার বিস্কুট নিয়ে রাজস্থানের গঙ্গানগরে পাচারের উদ্দেশ্য ছিল তাদের। শিলিগুড়িকে সেফ করিডর হিসেবে বেছে পাচারের রুট ম্যাপ তৈরি করেছিল তারা। পাচারচক্রের সেফ করিডর হিসেবে শিলিগুড়িকেই বেছে নিয়েছে চোরাচালানকারীরা। সম্প্রতি শিলিগুড়িরকে করিডর করে জালনোট,পাচারচক্রের একাধিক মামলা সামনে এসেছে। সেইমতোই এদিনও ছক কষে ধৃতরা। সোনা সহ ট্রাকটিকেও আটক করেছে ডিআরআই। তবে ডিআরআইয়ের অভিযানে হাতে নাতে গ্রেপ্তার করা হয় তাদের। শনিবার তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।