স্পেশাল রিলিফ ট্রেন হাওড়া স্টেশনে, হাওড়া স্টেশনের মেডিক্যাল ক্যাম্পে রয়েছেন চিকিৎসক,নার্সরা, ব্যবস্থা রাখা হয়েছে অ্যাম্বুলেন্সেরও

0

Last Updated on June 3, 2023 1:40 PM by Khabar365Din

৩৬৫দিন।ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর আহত যাত্রীদের জন্য স্পেশাল রিলিফ ট্রেন হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছাচ্ছে। তার আগে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। মেডিকেল ক্যাম্প থেকে আরম্ভ করে চিকিৎসক, অ্যাম্বুলেন্স, বাস , গাড়ি সব রকম ব্যবস্থাই রাখা হয়েছে।

যাতে আহতরা হাওড়া স্টেশনে এসে পৌছালে দ্রুত তাদের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া যায়। এদিন সকালেই প্রস্তুতি খতিয়ে দেখতে হাওড়া স্টেশনে আসেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।তিনি বলেন, চিকিৎসক নার্স অ্যাম্বুলেন্স সবরকম ব্যবস্থা রাখা হয়েছে রিলিফ ট্রেন এসে পৌঁছালেই যাতে আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া যায়।

এখন সমালোচনা করার সময় না হলেও বারবার এমন দুর্ঘটনা কেন ঘটছে সেটা কর্তৃপক্ষের দেখা উচিত। রেলের তরফ থেকে জানানো হয়েছে হাওড়া স্টেশনে মেডিকেল বুথ খোলা হয়েছে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। ৮ নং প্ল্যাটফর্মে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স সহ ফার্স্ট এইড এর সব সুবিধা রাখা হয়েছে। হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে ভর্তির জন্য।খাবারের প্যাকেট এবং জলের ব্যবস্থা রাখা হয়েছে। আরপিএফ দ্বারা প্রদত্ত সুবিধা মাইকে ঘোষণা করা হচ্ছে। ৮ নং প্ল্যাটফর্মে , হুইল চেয়ার, স্ট্রেচারের বন্দোবস্ত করা হয়েছে।

স্থানান্তরের জন্য মেন এবং কর্ড লাইনের জন্য সংযোগকারী ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যাত্রীদের জন্য। প্রসঙ্গত শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার পরই হাওড়া স্টেশনে করা হয় এমার্জেন্সি ক্যাম্প। যেখানে রেলের তরফে নিখোঁজ যাত্রীদের সম্পর্কিত তথ্য তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। শুক্রবার সন্ধ্যা থেকেই নিখোঁজ যাত্রীদের পরিবারের সদস্যরা হাওড়া স্টেশনে ভিড় করে। এছাড়াও রেলের তরফে এমারজেন্সি ফোন নাম্বারও চালু করা হয়েছে। এদিকে দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া ও শালিমার স্টেশন থেকে।