গরবেতায় সিপিএমের যুব সংগঠনের জেলা সম্মেলনে ডাক পেলেন না সুশান্ত ঘোষ

0

Last Updated on September 18, 2021 11:33 PM by Khabar365Din

৩৬৫দিন। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গুঞ্জন হলে সিপিএম দলের যুব সংগঠনের ১৯ তম পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন শনিবার শুরু হয়েছে, সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। ওই সম্মেলনে দুইশত কুড়ি জন প্রতিনিধি অংশগ্রহণ করেছে। সম্মেলনে উপস্থিত রয়েছেন সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ,সিপিএম নেতা তপন ঘোষ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। কিন্তু ওই সম্মেলনে ডাক পেলেন না গড়বেতার ৬ বারের সিপিএমের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। কি কারণে ওই সম্মেলনে সুশান্ত ঘোষ কে ডাকা হয়নি তা অবশ্য দলের পক্ষ থেকে জানানো হয় নি। একসময় গড়বেতার প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন সুশান্ত ঘোষ।

কিন্তু রাজ্যের অন্যান্য জেলায় দলের বিভিন্ন কর্মসূচিতে তাকে ডাকা হলেও শনিবারের যুব সম্মেলনে তাকে ডাকা হয়নি। যা নিয়ে চলছে জেলাজুড়ে আলোচনা। সিপি এমের যুব সংগঠনের ১৯ তম পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনে সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন নন্দীগ্রাম কেন গোটা ভারতবর্ষের কোথাও সুশাসন নেই।দেশে প্রতি ১১ মিনিট অন্তর একজন মানুষের মৃত্যু হয়। দেশের বিশ কোটি ৫০ লক্ষ বেকার ,চলতি মাসে ১৫ লক্ষ বেকার হয়েছে ।ভ্যাকসিন পাওয়া যায়নি। ভারতবর্ষে কোন শাসন নেই। মোদির শাসন রয়েছে। কিন্তু উন্নয়ন নেই, বেকার যুবকদের কর্মসংস্থান নেই। তবে সুশান্ত ঘোষ কে কেন ওই সম্মেলনে ডাকা হয়নি তা নিয়েও তিনি কোনো মন্তব্য করতে চাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here