Tata: টাটা গোষ্ঠী রাজ্যে খড়্গপুরে তাদের কারখানা খুলছে

0

Last Updated on March 16, 2023 2:55 PM by Khabar365Din

৩৬৫ দিন। রাজ্যে খড়্গপুরে টাটা হিতাচি গোষ্ঠী তাদের নতুন কারখানা খুলছে। বুধবার নবান্নে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠকে একথা জানালেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ঝাড়খণ্ডের টাটানগর থেকে টাটা হিতাচি গোষ্ঠী তাদের সংস্থা সরিয়ে এনে বাংলার খড়্গপুরে কারখানা খুলতে চলেছে। প্রসঙ্গত বাম আমলে সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠীর বিদায় নেওয়ার পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতার আমলে টাটা গোষ্ঠীর তিন কোম্পানি গত ১০ বছরে বাংলায় কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক বেকারের। এবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে কারখানা খুলতে চলেছে টাটা হিতাচি গোষ্ঠী।


বিশ্ব বাংলা বাণিজ্যের সম্মেলন আগামী ২১ থেকে ২৩ নভেম্বর বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করবে রাজ্য সরকার, বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেজন্য শিল্পপতিদের বিভিন্ন রাজ্যে প্রচারমূলক বাণিজ্য সম্মেলনের আয়োজন করার ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। মুম্বাইতে বৈঠকের আয়োজন করবে ফিকি, চেন্নাইতে সিআইআই, কর্নাটকে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, দিল্লিতে শিল্পপতিদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন অমিত মিত্র এবং রাজস্থানের ক্ষেত্রে শিল্পপতিদের সঙ্গে বৈঠকের আয়োজন করবেন হর্ষ নেওটিয়া, উমেশ চৌধুরী, রুদ্র চট্টোপাধ্যায়, মেহুল চোস্কি। মুখ্যমন্ত্রী বলেন, ‘ আমি যাব। সংশ্লিষ্ট অফিসারও যাবে। মঙ্গল বুধ বৃহস্পতি বৈঠক করলে সুবিধা হয়। জুন জুরাই মাসে বৈঠক করলে সব থেকে ভাল হয়।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কলকাতা শাখা অফিস খুলছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কলকাতায় শাখা অফিস খুলছে। আগামী ২১ মার্চ রাজ্যের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর হবে। আপাতত তারা দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রাজ্যে। ৩০ হাজার কর্মসংস্থান হবে। ৩৫ লক্ষ স্কোয়ার ফিট জমিতে ওদের কলকাতা শাখা গড়ে উঠছে। এদের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কয়েকটি চেম্বারকে বলব তারা যেন দুপুর একটার দিকে সময় বের করে রাখেন।’


এমএসএমইতে ৪১ লক্ষ কর্মসংস্থান এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আগামী দিনে ৪১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরে। মুখ্যমন্ত্রী বলেন, ‘ এমএসএমই সেক্টরে এক লক্ষ ১৪ হাজার লাখ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী দিনে ৪১ লক্ষ লোকের চাকরি হবে। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যের কর্মসংস্থান সংক্রান্ত এই তথ্য কেন্দ্রীয় সরকারের। মুখ্যমন্ত্রী জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১ কোটি মানুষের চাকরি হয়েছে।

ইকোনমিক করিডোর রাজ্যের যে সকল ইকোনমিক করিডোর রয়েছে সেগুলিকে হোর্ডিং দিয়ে নামকরণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্তরা আচার্য, বন্দনা যাদবদের নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এটাই উইম্যান এমপাওয়ারমেন্ট নিয়ে কমিটি। আমি রেজাল্ট চাই। উল্লেখ্য রাজ্যে যে চারটি ইন্ডাস্ট্রিয়াল করিডোর গঠন করা হয়েছে তার বাইরে এই নামকরণগুলি বোর্ডে টানানো থাকবে।


হেরিটেজ ট্যুরিজ এদিন শিল্পপতি হর্ষ নেওটিয়া বৈঠকে আবেদন রেখে বলেন, হেরিটেজ ট্যুরিজম নিয়ে আমরা একটি ড্রাফট তৈরি করেছি। রাজস্থান খুব ভালো কাজ করছে। পরে গৌতম ঘোষ বলেন, ক্রিয়েটিভ ইকোনমিক সঙ্গে পর্যটনকে যোগ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, হেরিটেজ কমিটির চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষ বৈঠকে বসুন।
আইটিসিকে প্রস্তাব বাংলার ডেয়ারিতে ফ্রাঞ্চাইজি তৈরি করার জন্য আইটিসি গোষ্ঠীকে এগিয়ে আসার জন্য আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা তৈরি করা দোকান দিচ্ছি, আপনারা ব্যবসা করুন। আপনাদের তৈরি করা দুধ পায়ে স সবকিছুই আপনাদের হোটেলে ব্যবহৃত হতে পারে। এই প্রসঙ্গে হোটেল চেইন ইন্ডাস্ট্রির যোগাযোগ স্থাপন করে দিতে হবে। প্রাক্তন মুখ্যসচিব রাজীবা সিনহাকে এই কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও বৈঠক থেকে মুখ্যমন্ত্রী যা বললেন,
১. ডাটা সেন্টার হিসাবে উঠে আসছে বাংলা। লজিস্টিক হাব হচ্ছে। ফ্লিপকার্ট এসেছে কল্যাণীতে। প্রচুর কর্মসংস্থান হবে। আমাজনের সাতটা লজিস্টিক হাব আছে। ১২ হাজার লোক কাজ করছে।

২. দু’টো ওয়াগন কারখানা এসেছে বাংলায়। কর্মসংস্থান হয়েছে।
৩. বাংলা সহায়তা কেন্দ্র (বিএসকে) বাংলাদেশ মডেল করেছে।
৪. নয়াচরে মেগা ওয়াটার হাব হচ্ছে। ১০৫ মৎস্য সমবায় গঠন করা হয়েছে। ফিশ প্রসেসিং ফ্যাক্টরি হচ্ছে।
৫. ইথানল নিয়ে ন’টি ইউনিটের প্রস্তাব দেওয়া হয়েছে। ১৮৬০ কোটি বিনিয়োগ হবে। একটা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বাকিগুলি এখনও বাকি রয়েছে।
৬. রাজ্যের হলদিয়ায় ‘টয় পার্ক’ এর কাজ চলছে। কিন্তু এই টয় পার্ককে কলকাতা সংলগ্ন এলাকায় নিয়ে আনতে উদ্যোগী রাজ্য। ২০ একর জায়গা নিয়ে তৈরি হবে এই ইন্ডাস্ট্রি পার্ক।
৭. খিদিরপুরে বড় করে টিপার্ক তৈরির প্রস্তাব মুখ্যমন্ত্রীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here